Nambia Beats South Africa: আন্তর্জাতিক ক্রিকেটে বছরের সবচেয়ে বড় অঘটন। প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে নেমে টি-২০ বিশ্বকাপের ফাইনালিস্ট দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিল বাইশ গজের অচেনা দেশ নামিবিয়া (Nambia Cricket team)। নামিবিয়ার রাজধানী উইন্ডহকে আয়োজিত টি-২০ ম্যাচ প্রথমে ব্য়াট করে ডোনোভান ফেরেরার নেতৃত্বে খেলা দ্বিতীয় সারির দক্ষিণ আফ্রিকা দল ৮ উইকেটে ১৩৪ রান করেছিল। জবাবে ব্যাট করতে নেমে শেষ বলে বাউন্ডারি মেরে দক্ষিণ আফ্রিকাকে ৪ উইকেটে হারায় নামিবিয়া। আফ্রিকা মহাদেশের দুই দেশের ডেভিড বনাম গোলিয়াথের লড়াইয়ে জিততে হলে শেষ বলে নামিবিয়া করতে হত চার রান।
শেষ ওভারে জিততে হলে করতে হত ১৪ রান, সেটাই করে দেখাল নামিবিয়া
প্রোটিয়া পেসার আন্দেলি সিমেলেনের করা ম্যাচের শেষ বলে ডিপ মিড উইকেট থেকে বাউন্ডারি হাঁকিয়ে দলকে জেতান জেনে গ্রিন। ৩ উইকেট তুলে নিয়ে ও শেষের দিকে ১১ রানের অপরাজিত ইনিংস খেলে ম্য়াচের সেরা নির্বাচিত হন নামিবিয়ার রুবেন ট্রাম্পপেলমান। নিজেদের দেশের প্রথম আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলতে নেমে ঐতিহাসিক জয় পেল নামিবিয়া।
ঐতিহাসিক জয়ের পর উচ্ছ্বাস নামিবিয়ার ক্রিকেটারদের
HISTORY IN WINDHOEK 😳
Namibia beat South Africa in their first-ever meeting. A dream start at their new home ground💥#NAMvSA pic.twitter.com/RW8daWpeu8
— FanCode (@FanCode) October 11, 2025
কুইন্টনের ডি ককের প্রত্যাবর্তনটা ভাল হল না
দীর্ঘ দিন পর দক্ষিণ আফ্রিকার জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে মাত্র ১ রানে আউট হন তারকা উইকেকিপার-ব্যাটার কুইন্টন ডিকক। রান পাননি লুহান-ডি প্রিটোরিয়াস (১), রেজা হেনরিকস (৭)-রাও। দক্ষিণ আফ্রিকার ইনিংসে সর্বাধিক রান করেন জাসোন স্মিথ (৩১)। টি-২০ বিশ্বকাপের ফাইনালিস্টদের বিরুদ্ধে শেষ ওভারে ১৪ রান তুলে নিয়ে এক ম্যাচের সিরিজে জিতল নামিবিয়া।
বাইশ গজে নামিবিয়া
বাইশ গজে চমকে দিল মাত্র ৩০ লক্ষ জনসংখ্য়ার দেশ। এর আগে ২০২২ টি-২০ বিশ্বকাপে শ্রীলঙ্কা ও ২০২১ টি-২০ বিশ্বকাপে আয়ারল্যান্ডকে হারিয়েছিল নামিবিয়া। দুই টেস্ট খেলিয়ে দেশের বিরুদ্ধে জেতার পর মহাদেশের সবচেয়ে বড় ক্রিকেট শক্তিধর দেশ দক্ষিণ আফ্রিকাকে পরাস্ত করে নামিবিয়া বোঝাল বড় মঞ্চের জন্য তারা প্রস্তুত। আগামী বছর ভারতে টি-২০ বিশ্বকাপে খেলতে দেখা যাবে নামিবিয়া। এরপর ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবোয়ের সঙ্গে আয়োজক দেশ হিসাবে খেলতে দেখা যাবে নামিবিয়াকে।