SL vs BAN Galle Test: গল টেস্টের প্রথম দিনে শ্রীলঙ্কার বিরুদ্ধে বড় নজির বাংলাদেশের দুই তারকা ব্যাটার নাজমুল হোসেন শান্তো (Najmul Hossain Shanto) ও মুশফিকুর রহিমের ( Mushfiqur Rahim)। মঙ্গলবার শ্রীলঙ্কায় চতুর্থ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচের প্রথম দিনে জোড়া সেঞ্চুরি করলেন বাংলাদেশের দুই তারকা- অধিনায়ক নাজমুল হোসেন ও অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। দিনের শেষে অধিনায়ক নাজমুল অপরাজিত থাকলেন ১৩৬ রানে আর মুশফিকুর ১০৫ রানে। ৪৫ রানে ৩ উইকেট থেকে প্রথম টেস্টে প্রথম দিনের শেষে বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ২৯২ রান। চতুর্থ উইকেটে নাজমুল-মুশফিকুর এখনও পর্যন্ত ২৪৭ রান যোগ করেছেন। এদিন গলে শেষ দুটি সেশনে কোনও উইকেট হারায়নি বাংলাদেশ। সারাদিন ৭৩.৫ ওভার (৪৪৩টি বল) খেলে অবিচ্ছিন্ন থাকল নাজমুল-মুশফিকুর জুটি। নাজমুল সারাদিনে খেললেন ২৬০টি বল আর মুশফিকুর ১৮৬টি। শ্রীলঙ্কার বোলারদের একেবারে পায়ের ঘাম মাথা ফেলালেন বাংলাদেশের দুই ব্যাটার।
নাজমুলের ষষ্ঠ সেঞ্চুরি, মুশফিকুরের ১২তম
মঙ্গলবার গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনের শুরুতেই ৪৫ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বড় চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। শুরুতেই আউট হয়ে যান দুই ওপেনার আনামুল হক (০) ও শাদমান ইসলাম (১৪)। এর কিছুক্ষণ পর আউট হয়ে যান তিনে নামা মমিনুল হক (২৯)-ও। ৪৫ রানে তিন উইকেট থেকে লড়াই শুরু করেন নাজমুল ও মুশফিকুর। সেখান থেকে অবিশ্বাস্য পার্টনারশিপ করতে থাকেন বাংলাদেশের সেরা দুই ব্যাটার। প্রথমে টেস্ট ক্রিকেটে তাঁর ষষ্ঠ সেঞ্চুরিটা পূর্ণ করেন নাজমুল। এরপর দারুণ কিছু শট খেলে মুশফিক তাঁর ১২তম টেস্ট সেঞ্চুরিটি পূর্ণ করেন। জিম্বাবোয়ে ছাড়া এই প্রথম বাংলাদেশের কোনও জুটি চতুর্থ উইকেটে ২০০ রানের বেশি যোগ করলেন।
দিনের শেষে বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ২৯২ রান
Stumps on Day 1. Bangladesh 292/3. Plenty of work to do, but we're ready for the fight tomorrow! 💪 #SLvBAN pic.twitter.com/dXUM9qowEm
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) June 17, 2025
জোড়া সেঞ্চুরি- নাজমুল-মুশফিকুরের
45-3 to 293-3.
The opening day of the new WTC cycle belongs to 🇧🇩, thanks to Najmul Shanto & Mushfiqur Rahim 💯💯 https://t.co/3H5MpjddKE | #SLvBAN pic.twitter.com/zBPliGwBw3
— ESPNcricinfo (@ESPNcricinfo) June 17, 2025
অনবদ্য পার্টনারশিপ- নাজমুল-মুশফিকুরের
বাংলাদেশের অধিনায়ক নাজমুল ২০২৩ সালের নভেম্বরের পর টেস্ট ক্রিকেটে তার প্রথম সেঞ্চুরিটি পূর্ণ করলেন। শ্রীলঙ্কার বিপক্ষে এটি তাঁর দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি।