প্রতীক্ষার অবসান। টেনিস কোর্টে ফিরছে রাফা রাজ। নিতম্বের চোট সরিয়ে, অবসর জল্পনা উড়িয়ে পেশাদার টেনিস খেলতে কোর্টে নেমে পড়ছেন ২২টি গ্র্যান্ডস্লামের মালিক রাফায়েল নাদাল। বছরের প্রথম গ্র্যান্ডস্লাম অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতি হিসেবে রাফা নেমে পড়ছেন ব্রিসবেন ওপেনে। ৩১ ডিসেম্বর থেকে হার্ড কোর্টের টুর্নামেন্ট ব্রিসবেন ওপেন শুরু হবে। ফলে বছরের শেষ দিনেই কামব্যাক হচ্ছে রাফা-র।

গত বছর জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডে চোট পেয়ে সেই ছিটকে যান নাদাল, তারপর থেকে তিনি চোট সারাতে ব্যস্ত ছিলেন। অস্ত্রপচারের পর ফিরছেন নাদাল।

দেখুন ভিডিয়ো

টিকা বিতর্কে না খেলতে পারা নোভাক জকোভিচের অনুপস্থিতিতে ২০২২ অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হয়েছিলেন ৩৭ বছরের স্পেনের তারকা টেনিস খেলোয়াড়। এক বছর না খেলায় নাদালের ব়্যাঙ্কিং এখন ৬৬৩। স্পেনের কিংবদন্তি এই টেনিস খেলোয়াড় আগেই জানিয়েছিলেন, ২০২৪ সালটা তাঁর পেশাদার টেনিসে কেরিয়ারের শেষ হতে চলেছে। আসন্ন টেনিস মরসুম শেষেই অবসর নিচ্ছেন নাদাল।