
WPL 2025 Final, MI vs DC: চলতি মরসুমে মহিলাদের আইপিএল (Women's Premier League 2025) খেতাব জিতল মুম্বই ইন্ডিয়ন্স (Mumbai Indians)। শনিবার ব্রাবোর্ন স্টেডিয়ামে ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে ৮ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হল হরমনপ্রীত কৌরের দল। তিনবারের মধ্যে উইম্যান'স প্রিমিয়র লিগে দু'বারই চ্যাম্পিয়ন হল হরমনপ্রীত কৌরের নেতৃত্বে খেলা মুম্বই। ৪৪ বলে ৬৬ রানের দুরন্ত ইনিংস খেলে ফাইনালে ম্যাচের সেরা হলেন অধিনায়িকা হরমনপ্রীত।
কীভাবে ফাইনালে জিতল মুম্বই ইন্ডিয়ন্স
প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে মুম্বই করেছিল ৭ উইকেটে ১৪৯ রান। জবাবে রান তাড়া করতে নেমে কখনই সুবিধা করতে পারেনি মেগ লানিংয়ের নেতৃত্বে খেলা দিল্লি। মাত্র ৬৬ রানের মধ্যে অর্ধেক ইনিংস হেরে ফাইনালে রান তাড়া করতে নেমে অনেকটাই চাপে পড়ে গিয়েছিল দেশের রাজধানী শহরের ফ্র্যাঞ্চাইজি। তবে শেষের দিকে মারিজানি কাপ (২৬ বলে ৪০) ও নিকি প্রসাদ একটা চেষ্টা করেছিলেন। শেষ ওভারে জিততে হলে দিল্লিকে ১৪ রান করতে হত, হাতে ছিল একটি মাত্র উইকেট। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৪১ রানে থেমে যায় দিল্লি। প্রথম WPL-র পর তৃতীয় WPL-এ খেতাব জিতল মুম্বই।
মহিলাদের WPL চ্যাম্পিয়ন মুম্বই
Mumbai Indians have won two WPL titles, both times beating Delhi Capitals in the final 😮🔵🔥 pic.twitter.com/l1s91P2zVU
— CricketGully (@thecricketgully) March 15, 2025
পুরুষদের মত ফাইনালে হেরে খেতাবহীন দিল্লি
পুরুষদের মত মহিলাদের আইপিএলেও (WPL 2025) ফাইনালে হেরে খেতাবহীন থাকল দিল্লি (Delhi Capitals)। আর একসপ্তাহ পর আইপিএল শুরু আগে হরমনপ্রীতদের জয় হার্দিক পান্ডিয়াদের মনোবল বাড়িয়ে দিল। ২০২৩ WPL ফাইনালেও দিল্লিকে হারিয়ে খেতাব জিতেছিল মুম্বই।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে আম্বানির দলের সাফল্যের ধারা অব্যাহত
পুরুষদের মত মহিলাদের আইপিএলে অব্যাহত থাকল মুম্বইয়ের দাপট। লিগ পর্যায়ে পয়েন্টে সমান হলেও দিল্লি ক্যাপিটালসের থেকে নেট রানরেটে পিছিয়ে পড়ায় সরাসরি ফাইনালে উঠতে পারেনি মুম্বই। এলিমিনেটরে গুজরাট জায়েন্টসকে হারিয়ে ফাইনালে উঠেছিলেন হরমনপ্রীত-রা। প্রসঙ্গত, আইপিএলে মুম্বই ন্ডিয়ন্সের পাঁচটি খেতাব আছে। এবার WPL-এও আম্বানিদের দুটি খেতাব জেতা হয়ে গেল।