MS Dhoni (Photo Credit: CSK/ X)

Dhoni IPL Retirement:: গত কয়েক বছর ধরেই আইপিএলের মরসুমে একটা জল্পনা একেবারে ধরাবাঁধা থাকছে। গত দু বছর ধরে আইপিএলের কমন ট্রেন্ডিং টপিক হল, ধোনির অবসর (Dhoni's Last Match)। ৪৩ বছরের ধোনি (Dhoni) কবে আইপিএল (IPL) থেকে অবসর নেন তা নিয়ে জল্পনার শেষ নেই। গত বছর তো আইপিএলে ধোনির শেষ ম্যাচ বলে চেন্নাই থেকে কলকাতা, বেঙ্গালুরুর মাঠে 'বিদায় মাহি'পোস্টারে ছেয়ে গিয়েছিল। কিন্তু সব জল্পনা উড়িয়ে ৪ কোটি টাকার পারিশ্রমিক নিয়ে ফের চেন্নাই সুপার কিংসের হলুদ জার্সিতে মাঠে নেমেছিলেন ধোনি। এবারও আইপিএল শুরুর আগে তাঁর অবসর নিয়ে কথা হচ্ছিল। তবে গতকাল, শনিবার চিপকে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে খেলা দেখতে হাজির হয়েছিল গোটা পরিবার।

চিপকে হাজির ছিল মাহির গোটা পরিবার

ধোনির স্ত্রী সাক্ষী, মেয়ে জিভার সঙ্গে চিপকের গ্যালারিতে দেখা গিয়েছিল ধোনির বাবা পান সিং ও মা দেবীকা দেবী-কে। সাধারণ ধোনির বাবা-মা-কে মাঠে এসে খেলা দেখতে দেখাই যায় না। তাই অনেকে ধরেই নিয়েছিলেন, ধোনির শেষ ম্যাচ দেখতে গোটা পরিবার মাঠে হাজির হয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় ছেয়ে যায়, মাহির শেষ ম্যাচ এটাই দাবি করে। আরও পড়ুন- রোহিত শর্মার সঙ্গে আসলে কেমন সম্পর্ক? অবশেষে মনের কথা বললেন বিরাট কোহলি

কী বললেন ধোনি

কিন্তু ধোনি সেই জল্পনায় জল ঢেলে দিলেন। ধোনি জানালেন, " এখন অবসরের কথা উঠছে কেন। এখন তো আইপিএল চলছে। আমি খেলাটা পুরো উপভোগ করছি।"গতকাল চিপকে খেলার শেষে সিএসকে কোচ স্টিফেন ফ্লেমিংকে (Stephen Fleming) ধোনির অবসর নিয়ে জল্পনা নিয়ে প্রশ্ন করা হয়। তিনি তখন বলেন, 'না, এই বিষয়ে আমার কোনো ধারণা নেই। আমি এখনও ওর সঙ্গে কাজ করা উপভোগ করছি। ও এখনও ভালভাবেই খেলছে ও উপভোগ করছে। আজকাল আমি জিজ্ঞাসাও করি না।'

অবসর জল্পনা ওড়ালেন ধোনি

 

ধোনিদের পরবর্তী ম্যাচ

চারটি খেলে তিনটিতে হেরে কোণঠাসা সিএসকে মঙ্গলবার অ্যাওয়ে ম্যাচে নামছে শ্রেয়স আইয়ারের পঞ্জাব কিংসের বিরুদ্ধে। শনিবার চিপকে দিল্লির বিরুদ্ধে ৩০ রানে অপরাজিত থাকলেও, ধোনির ধীরগতির ব্যাটিং সমর্থকদের হতাশ করে। সেই ম্যাচে দিল্লির কাছে চেন্নাই হারে ৫০ রানে।