Bengal vs Gujarat: ইডেন গার্ডেন্সে (Eden Gardens) রঞ্জি ট্রফির (Ranji Trophy 2025-26) ম্যাচে গুজরাটের বিরুদ্ধে দ্বিতীয় দিনের শেষে সুবিধাজনক জায়গায় বাংলা (Bengal Cricket Team)। প্রথম ইনিংসে অভিমন্য়ু ঈশ্বরণের নেতৃত্বে খেলা বাংলার ২৭৯ রানের জবাবে, রবিবার দ্বিতীয় দিনের শেষে গুজরাটের স্কোর ৭ উইকেটে ১০৭ রান। গুজরাট এখনও ১৭২ রানে পিছিয়ে, হাতে ৩ উইকেট। বৃষ্টি বিঘ্নিত দিনে বাংলাকে দারুণ জায়গায় রাখলেন দলের তারকা দুই বোলার- পেসার মহম্মদ সামি (Mohammed Shami) ও স্পিনার শাহবাজ আহমেদ (। শাহবাজ ৪টি, সামি ২টি ও আকাশদীপ ১টি উইকেট নিয়েছেন। গুজরাটের ইনিংসের শুরুতেই তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে বাংলাকে সুবিধাজনক অবস্থায় দাঁড় করান দলের দুই তারকা পেসার সামি ও আকাশদীপ। এরপর শাহবাজ আক্রমণে এসে দ্রুত চারটি উইকেট তুলে নেন। গুজরাটের অধিনায়ক মানান হিমরাজিয়া ৪১ রানে ব্যাট করছেন। এদিন গুজরাটের ব্যাটাররা ৫৩ ওভার ব্যাট করে মাত্র ১০৭ রান তোলেন। বৃষ্টিবিঘ্নিত দিনে মোট ৬২ ওভারের মত খেলা হয়। নষ্ট হয় প্রায় একটা সেশনের খেলা।
দ্বিতীয় দিনের শেষে স্কোর (প্রথম ইনিংস)- বাংলা: ২৭৯, গুজরাট: ১০৭/৭
গুজরাটের তিনজন ব্যাটার শূন্য রানে আউট হন- ওপেনার অভিষেক দেশাই (সামির বলে এলবি), জয়মিত প্যাটেল (শাহবাজের বলে বোল্ড) ও বিশাল জয়সওয়াল (শাহবাজের বলে ক্য়াচ)। শাহবাজ আউট করেন উমং কুমার (১৮), জয়মিত প্যাটেল (০), উরভিল প্যাটেল (১৫) ও বিশাল জয়সওয়াল (০)-কে। ৩৯ রানে ৩ উইকেট হারিয়েছিল গুজরাট।
গুজরাটকে ১২৫-র মধ্যে বেঁধে রাখাই লক্ষ্য বাংলার
সোমবার, খেলার তৃতীয় দিনে বাংলার লক্ষ্য হবে গুজরাটের ইনিংসে ১২৫-রানের মধ্যে গুটিয়ে দিয়ে, দ্বিতীয় ইনিংসে ভাল ব্যাট করে গুজরাটের কাছে জয়ের জন্য অন্তত ২৭৫-৩০০ রানের টার্গেট দেওয়া। ইডেনের পিচ যেরকম ব্যবহার করছে, তাতে বাংলার বোলাররা চতুর্থ ইনিংসে ৭০-৮০ ওভার সুযোগ পেলে পুরো পয়েন্ট এনে দিতে পারেন। সেসব অবশ্য পরের কথা, সবার আগে হল দ্রুত গুজরাটের প্রথম ইনিংস শেষ করে দ্বিতীয় ইনিংসে ভাল ব্যাট করা।
সুমন্ত গুপ্ত এদিন ৬৩ রানে আউট হন
দিনের খেলার শুরুতে বাংলার প্রথম ইনিংস শেষ হয় ২৭৯ রানে। গতকাল, শনিবার দিনের খেলার শেষে বাংলার স্কোর ছিল ৭ উইকেটে ২৪৪। এদিন বাংলার ইনিংসে যোগ হল ৩৫ রান। সুমন্ত গুপ্ত ৬৩ ও আকাশদীপ ২৯ রানে আউট হন। গুজরাটের স্পিনার সিদ্ধার্থ দেশাই ৬৯ রানে ৪ উইকেট নেন। প্রথম ইনিংসে বাংলা মোট ৮০ ওভার ব্যাট করল।