Mohammed Shami. (Photo Credits: PTI/ Twitter)

Mohammed Shami: চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয়ে জাতীয় দলে চমকপ্রদ কামব্যাকের পর এবার আইপিএলের বৃত্তে ঢুকে পড়লেন তারকা পেসার মহম্মদ সামি। ক মাসে হওয়া আইপিএলের মেগা নিলামে সামিকে ১০ কোটি টাকায় কিনেছিল সান রাইজার্স হায়দরাবাদ। গুজরাট টাইটান্সের দু মরসুমে খেলে একবার চ্যাম্পিয়ন (২০২২ আইপিএল) ও একবার রানার্স (২০২৩) হওয়া সামি গত বছর চোটের কারণে আইপিএল খেলতে পারেননি সামি। আগামী রবিবার নিজেদের ঘরের মাঠে তাদের প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামছে গতবারের ফাইনালিস্ট সানরাইজার্স হায়দরাবাদ।

গত আইপিএলে খেলতে পারেননি সামি

বাংলার তারকা পেসারের পরিবর্তে সন্দীপ ওয়ারিয়রকে স্কোয়াডে নিয়েছিল গুজরাট টাইটান্স। এরপর নিলামের আগে সামিকে ছেড়ে দেয় গুজরাট। যে সামি গুজরাটের আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পিছনে বড় ভূমিকা নেন। ২০২৩ আইপিএলে সামি ২৮টি উইকেট নিয়ে রানার্স হওয়া হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্সের অন্যতম সেরা পারফরমার ছিলেন। তার আগের মরসুমে ২০টি উইকেট নিয়ে প্রথমবার খেলেই গুজরাটের প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার পিছনে সামির বড় অবদান ছিল।

সান রাইজার্সের সংসারে প্রবেশ সামির

 

সামির চোখ এবার আইপিএলের কামব্যাক

চোট সারিয়ে জাতীয় দলে চমকপ্রদ কামব্যাকের পর এবার সামির সামনে সুযোগ আইপিএলে চমক দেখানোর। এবার আইপিএলে সামির অধিনায়ক অজি তারকা পেসার প্যাট কামিন্স। কামিন্সের সঙ্গে নতুন বলে এবার সামিকে সান রাইজার্সের কমলা জার্সিতে দেখা যাবে। কামিন্স, সামির পাশাপাশি এবার সান রাইজার্সে আছেন দেশের আরও দুই তারকা পেসার- জয়দেব উনাদকট, হর্ষল প্যাটেল। পেস শক্তির বিচারে খাতায় কলমে হায়দরাবাদ এবার সবচেয়ে শক্তিশালী। কামিন্স, সামিদের পাশাপাশি হায়দারাবাদে আছে অ্যাডাম জাম্পা, রাহুল চাহার-দের মত স্পিনাররা। কামিন্সের দলের তারকা ব্যাটার হলেন ট্রাভিস হেড, ইশান কিষাণ, হেনরিক ক্লাসেন। অলরাউন্ডার হিসেবে আছেন অভিষেক শর্মা, নীতীশ রেড্ডি-রা।