Ravichandran Ashwin: কপিল দেবের ৪৩৪ টেস্ট উইকেটের রেকর্ড ভাঙলেন অশ্বিন, সামনে এখন শুধু কুম্বলের ৬১৯
Ravi Ashwin celebrates fall of a wicket. (Photo Credits: PTI)

মোহালি টেস্ট ভারতীয় ক্রিকেটের বড় মাইলফলক টপকে গেলেন রবীচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। রবিবার টেস্টের তৃতীয় দিনে শ্রীলঙ্কার ব্যাটার চারিথা আসালাঙ্কার উইকেট নিয়ে কপিল দেবের রেকর্ড ভাঙলেন অশ্বিন। ভারতীয় ক্রিকেটে একটা বড় সময় টেস্টে সর্বাধিক উইকেটশিকারীর মালিক কপিল দেবের ৪৩৪ উইকেটের মাইলফলক টপকে গেলেন অশ্বিন। সব মিলিয়ে বিরাট কোহলির শততম টেস্ট স্মরণীয় হয়ে থাকল অশ্বিনের মাইলফলকে।

আজ, রবিবার মোহালিতে শ্রীলঙ্কান  ব্যাটার আসালাঙ্কার উইকেট নিয়ে টেস্টে ৪৩৫টি উইকেট নেওয়া হয়ে গেল তামিলনাড়ুর ৩৫ বছরের তারকা এই অফ স্পিনারের। ভারতীয়দের মধ্যে টেস্টে দ্বিতীয় সর্বাধিক উইকেটশিকারী হলেন অশ্বিন। আরও পড়ুন: মহিলা বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের ফল কী হল, জানুন

দেখুন সেই সোনালি মুহূর্ত

ভারতীয়দের মধ্যে সর্বাধিক টেস্ট উইকেটশিকারের ব্যাপারে অশ্বিনের আগে এখন শুধু অনিল কুম্বলে (৬১৯)। ২০১১ সালে দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল অশ্বিনের। মোহালি টেস্ট শুরুর আগে অশ্বিন ৪৩০ উইকেটে দাঁড়িয়ে ছিলেন। প্রথম ইনিংসে অশ্বিন নেন দুটি উইকেট। তারপর দ্বিতীয় ইনিংসে আউট করেন থিরিমানে, পাথুম নিশাঙ্কা, আসালাঙ্কাকে। নিশাঙ্কাকে আউট করে কপিল দেবের রেকর্ড ছুঁয়েছিলেন, তারপর কোহলির হাতে আসালাঙ্কা ধরা পড়তেই ৪৩৫ উইকেটের মাইলফলকে পা দেন অশ্বিন।

এদিকে, ব্যাট হাতে দুরন্ত অপরাজিত ১৭৫ রানের ইনিংস খেলার পর এবার বল হাতে পাঁচ উইকেট নিলেন রবীন্দ্র জাদেজা। জাদেজার ঘূর্ণিতে বেসামাল হয়ে মোহালি টেস্টের তৃতীয় দিনের শুরুতেই মাত্র ১৭৪ রানে শেষ হয়ে গেল শ্রীলঙ্কার ইনিংস। গতকাল, ম্যাচের দ্বিতীয় দিনের শেষে শ্রীলঙ্কার স্কোর ছিল ৪ উইকেটে ১০৮ রান। শ্রীলঙ্কার শেষ চারজন ব্যাটার শূন্য রানে আউট হয়ে যান। জাদেজার একার রানই ছাপিয়ে যেতে পারল না শ্রীলঙ্কা।

আজ একটা সময় শ্রীলঙ্কার স্কোর ছিল ৪ উইকেটে ১৬১। সেখান থেকে শ্রীলঙ্কার বাকি ৬টা উইকেটের পতন হয় মাত্র ১৩ রানে। প্রথম ইনিংসে ৪১ রান দিয়ে ৫ উইকেট নেন জাদেজা। অশ্বিন, বুমরা দুটি করে উইকেট নেন, শামি নেন একটি উইকেট।