কলকাতা, ৩০ এপ্রিল: ক্রীড়াজগতের নক্ষত্রপতন। বৃহস্পতিবার বিকেলে প্রয়াত হলেন ফুটবলার চুনী গোস্বামী। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে কলকতার এক বেসরকারি হাসপাতালে চুনী মৃত্যু হয়। চুনী গোস্বামীর মৃত্যুতে শোকের ছায়া ক্রীড়াজগত থেকে টলিউডে। ফুটবল খেলোয়াড় হলেও ক্রিকেটার হিসেবেও সফল ছিলেন চুনী গোস্বামী।
টুইটে শোকপ্রকাশ করলেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী।
Now #ChuniGoswami is no more.
May u rest in peace sir.
— Mimssi (@mimichakraborty) April 30, 2020
'কী হচ্ছে চারপাশে? জানিনা কিচ্ছু', টুইটে শোকপ্রকাশ বিক্রম চ্যাটার্জির।
Another legend passes away, #ChuniGoswami is no more. I have no idea what is happening. 💔
— Vikram Chatterjee (@VikramChatterje) April 30, 2020
বাংলার হয়ে রনজি ট্রফি-তে প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। তিনি ১৯৪৬ থেকে ১৯৫৪ খ্রিষ্টাব্দ পর্যন্ত মোহনবাগানের (Mohun Bagan A.C) জুনিয়র দলে খেলেন। ভারতীয় ফুটবলার বলাইদাস চট্টোপাধ্যায় ও বাঘা সোমকে কোচ হিসেবে পান তিনি। এরপর ১৯৫৪ থেকে ১৯৬৮ অবধি মোহনবাগানের মূল দলে খেলেন। তিনি মূলত স্ট্রাইকার পজিসনে খেলতেন। তিনি ১৯৬০ থেকে ১৯৬৪ সাল অবধি মোহনবাগানের অধিনায়ক ছিলেন। এই সময়ে মোহনবাগান ডুরান্ড কাপ সহ বহু প্রতিযোগিতায় ভালো ফল করেছিল।