Mike Tyson’s Net Worth (Photo Credits: X)

Mike Tyson Net Worth: ১৯ বছর পর বক্সিংয়ের ময়দানে নেমেছিলেন মাইক টাইসন (Mike Tyson)। জয়ের ভবিষ্যদ্বাণী করেই রিংয়ে নেমেছেন ৫৮ বছরের বক্সার। তবে জয় হাতছাড়া হল। ২৭ বছরের জেক পলের (Jake Paul) কাছে ধরাশায়ী টাইসন। ভারতীয় সময় অনুযায়ী সকাল সাড়ে ১০টা নাগাদ মাইক এবং জেকের লড়াই শুরু হয়। আট রাউন্ডের লড়াইয়ে দ্বিতীয় রাউন্ডের পর থেকেই পিছিয়ে যেতে শুরু করেন বক্সিং কিংবদন্তি। সারা জীবনের বক্সিং কেরিয়ারে মাত্র ৬টি ম্যাচে হেরেছেন যিনি, সেই টাইসনকে হারিয়েছেন জেক।

৩৯ বছরের বক্সিং কেরিয়ার তাঁকে 'লৌহমানব’এর খেতাব দিয়েছে। বক্সিং জগতের সবচেয়ে আলোচিত এবং সমালোচিত তারকা হলেন মাইক টাইসন (Mike Tyson)। রিংয়ে দাপট দেখিয়ে বিপুল সম্পত্তি করেছেন টাইসন। এক সময়ে বিশ্বের সর্বোচ্চ বেতনভোগী ক্রিড়াবিদদের একজন ছিলেন তিনি। দীর্ঘ পেশাদার বক্সিং ক্যারিয়ারে ৩০০ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি আয় করেছিলেন। ভারতীয় মূল্যে সেই পরিমাণ হল, প্রায় সাড়ে তিন হাজার কোটি। বাড়িতে পুষেছিলেন তিন তিনটি সাদা বাঘ। বাঘগুলির সঙ্গেই খেলতেন, ঘুমোতেন, স্নান করতেন। শোনা যায়, টাইসনের সেই বাঘ নাকি এক তরুণীকে ক্ষতবিক্ষত করেছিল। এই ঘটনার পরে সখের বাঘগুলোকে বিক্রি করে দিতে বাধ্য হন বক্সিং লেজেন্ড। তাঁর বিলাসবহুল জীবনধারা ২০২৩ সালে তাঁকে দেউলিয়া করে দেয়। ৪০০ মিলিয়ন ডলারের মালিক সর্বস্ব খুইয়ে ২৭ মিলিয়নের ঋণে বোঝা নিয়ে দাঁড়ান।

টাইসনের বেলাগাম খরচের তালিকায় ছিল ৪.৫ মিলিয়নের গাড়ি এবং মোটরসাইকেল। ৪০০,০০০ ডলার খরচ করেছিলেন পায়রা এবং বিভিন্ন বিদেশি প্রাণীর উপর। ১৯টি বিলাসবহুল গাড়ি কিনে নিজের বন্ধুদের উপহার দিয়েছিলেন তিনি। দেউলিয়া হলেও ফের উঠে দাঁড়ান মার্কিন বক্সার। বর্তমানে তাঁর মোট সম্পদের পরিমাণ ১০ মিলিয়ন ডলারে দাঁড়িয়ে।

তবে ১৯ বছর পর বক্সিংয়ে ফিরে শনিবারের ম্যাচ থেকে তাঁর ২০ মিলিয়ন ডলার উপার্জনের সম্ভাবনা রয়েছে। ১৯৯৭ সালে ইভান্ডার হোলিফিল্ডের সঙ্গে লড়তে গিয়ে প্রতিপক্ষের কান কামড়ে ছিঁড়ে নিয়েছিলেন টাইসন। সেই ম্যাচ থেকে তাঁকে বাতিল করে দেওয়া হয় ঠিকই কিন্তু ম্যাচ খেলার জন্যে ৩০ মিলিয়ন অর্থ নিয়েছেন 'লৌহমানব’। ধর্ষণ থেকে মাদক বিভিন্ন সময়ে বিভিন্ন বিতর্কে জড়িয়েছেন টাইসন।