Mike Hesson will be Pakistan Coach.

লাহোর, ১৩ মে: সাদা বলের ক্রিকেটে পাকিস্তানের কোচ হলেন মাইক হেসন (Mike Hesson)। যিনি বছর দুয়েক আগেও আইপিএলে বিরাট কোহলিদের কোচ থাকা কিউই হেসন এবার বারবর আজমদের কোচ হলেন।পাকিস্তান সুপার লিগে গতবারের চ্যাম্পিয়ন দল ইসলামাবাদ ইউনাইটেডের কোচ হিসেবে সফল মাইক হেসেনের হাতেই মহম্মদ রিজওয়ান, বাবর আজম-দের দায়িত্ব নিচ্ছেন। ২০১৫ বিশ্বকাপে হেসনের কোচিংয়েই ফাইনালে খেলেছিল নিউ জিল্যান্ড। ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত হেসেনের কোচিংয়েই খেলে বিরাট কোহলির আরসিবি।

পিএসবি-র সঙ্গে দু'বছরের চুক্তি হল হেসেনের

দু বছরের চুক্তিতে হেসন পাকিস্তানের সীমিত ওভারের ক্রিকেটে পাকিস্তানের কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন ৫০ বছরের নিউ জিল্যান্ডের কোচ। আাগমী ২৫ মে থেকে ফয়সালাবাদে বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজ দিয়ে শুরু হচ্ছে পাকিস্তানের নয়া কোচ হেসনের চ্যালেঞ্জ। বিশ্বকাপজয়ী গ্যারি কার্স্টেন মাত্র ৬ মাস কোচিং করার পর আচমকা পদত্যাগের পর পাকিস্তানের অস্থায়ী কোচের দায়িত্ব দেওয়া হেয়ছিল আকিব জাভেদ-কে। দেশের মাটিতে হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের ভরাডুবির পর আকিব জাভেদ-কে সরিয়ে হেসেনকে আনল পিএসবি। তবে পিএসবি এখনও টেস্ট ক্রিকেটে কোচের নাম ঘোষণা করল না।

বাবর, রিজওয়ানদের নয়া কোচ মাইক হেসেন

কোচ হিসেবে বেশ সফল হেসন

নিউ জিল্যান্ডের মাইক হেসন আন্তর্জাতিক ক্রিকেট কোচ হিসেবে বড় নাম। তবে তিনি কখনও দেশের হয়ে খেলা তো দূরের কথা, দেশের প্রথম সারির দলের হয়েও কোনওদিন ঘরোয়া ক্রিকেট খেলেননি। তবে কোচ হিসেবে তাঁর বেশ কিছু বড় সাফল্য রয়েছে। আর্জেন্টিনা, কেনিয়ার মত আন্তর্জাতিক ক্রিকেটে ছোট দেশের কোচিংয়ের পর ২০১২ সালে নিজের দেশের দায়িত্ব পেয়ে বড় সাফল্য পেলেন।