
GT বনাম MI: আরও একবার বড় মঞ্চে জ্বলে উঠল রোহিত শর্মা (Rohit Sharma)-র ব্য়াট। আইপিএলে ফাইনালে ওঠার বিষয়ে টিকে থাকার লড়াইয়ের ম্য়াচ দারুণ ব্য়াটিং করলেন মুম্বই ইন্ডিয়ন্সের তারকা ওপেনার রোহিত শর্মা। শুভমন গিলের দলের বিরুদ্ধে ৮১ রানের ঝকঝকে ইনিংস খেললেন রোহিত। শুক্রবার মুল্লানপুরে এলিমেনটরের (IPL 2025 Eliminator) ম্য়াচে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে হার্দিক পান্ডিয়ারা নির্ধারিত ২০ ওভারে করলেন ৫ উইকেটে ২২৮ রান। এবার রান তাড়া করতে নেমে ২২৯ করে ফেলল, রবিবার কোয়ালিফায়ার -তে আমেদাবাদে পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবেন শুভমন গিলরা, বিদায় নেবে মুম্বই। আর আজ জিতে গেলে হার্দিক পান্ডিয়ারা উঠে যাবেন কোয়ালিফায়ার টু-তে আর বিদায় নেবে গুজরাট।
রোহিত এদিন ৪টি ওভার বাউন্ডারি, ৯টি বাউন্ডারি হাঁকালেন
৫০ বলে ৮১ রানের দুরন্ত ইনিংস খেললেন রোহিত। ৪টি ওভার বাউন্ডারি, ৯টি বাউন্ডারিতে সাজানো ছিল রোহিতের ইনিংস। চলতি আইপিএলে সেভাবে সাড়া দেয়নি রোহিতের ব্যাট। যদিও চেন্নাইয়ের বিরুদ্ধে অপরাজিত ৪৫ বলে ৭৬ ও হায়দারাবাদের বিরুদ্ধে ৪৬ বলে ৭০ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন রোহিত। তবে এরপরেও রোহিতকে ঠিক রোহিতকে দেখাচ্ছিল না। কিন্তু মোক্ষম ম্য়াচে এসে রোহিত তাঁর জাত চেনালেন। চলতি আইপিএলে রোহিতের এটি সর্বোচ্চ রান।
ভাল ব্যাটিং মুম্বইয়ের
A swashbuckling 81(50) from Rohit Sharma and a brilliant cameo by Jonny Bairstow helped Mumbai Indians post a mammoth total on the board.
Will GT pull off the chase and book a spot in Qualifier 2?#IPL2025 #CricTrackerIndia pic.twitter.com/qvoplr7NIl
— CricTracker (@Cricketracker) May 30, 2025
দারুণ খেললেন বেয়ারস্টো
অন্যদিকে, প্রথমবার মুম্বইয়ে জার্সিতে নেমে ২২ বলে ৪৭ রানের অনবদ্য ইনিংস খেললেন ব্রিটিশ ওপেনার-উইকেটকিপার জনি বেয়ারস্টো। তিনে নেমে ২০ বলে ২২ রানের কার্যকরী ইনিংস খেললেন সূর্যকুমার যাদব। শেষের দিকে অধিনায়ক হার্দিকের ৩টি ছক্কায় ৯ বলে ২২ রানের অপরাজিত ইনিংসে মুম্বইয়ের রানটা অনেকটা ভাল জায়গায় চলে যায়।