মুম্বই, ২৮ ফেব্রুয়ারি: লোকেশ রাহুল (Lokesh Rahul) দল ছাড়ার পর এবার পঞ্জাব কিংস (Punjab Kings)-র নেতৃত্বে নতুন মুখ। তারকা ওপেনার মায়াঙ্ক আগরওয়ালকে প্রীতি জিন্টার দলের অধিনায়কত্ব করতে দেখা যাবে। শোনা যাচ্ছিল শিখর ধাওয়ানকে পঞ্জাব কিংসের নেতৃত্বে দেখা যেতে পারে। ৮.২৫ কোটি টাকায় ধাওয়ানকে স্কোয়াডে নেয় পঞ্জাব। কিন্তু রাবাদা, বেয়ারস্টো, লিভিংস্টোনদের দলের নেতৃত্বে মায়াঙ্ককেই নেতৃত্বভার তুলে দিল পঞ্জাব। কখনও আইপিএলের খেতাব না জেতা দলের এবারের বাজি মায়াঙ্ক। গত মরসুমে লোকেশ রাহুলের নেতৃত্বে খেলে পঞ্জাব তারকঠাসা দল নিয়ে খেলে ১৪টা ম্যাচে মাত্র ৬টা-তে জিতে রাউন্ট রবীন লিগ থেকেই বিদায় নিয়েছিল।
প্রসঙ্গত, এবার মায়াঙ্ককে মেগা নিলামে না তুলে ধরে রেখেছিল পঞ্জাব। গত মরসুমে লোকেশ রাহুলের সঙ্গে জুটে বেঁধে দারুণ খেলেন কর্ণাটকের ৩১ বছরের তারকা এই ওপেনার। দল ব্যর্থ হলেও মায়াঙ্ক নজর কেড়েছিলেন। পঞ্জাবের কোচ অনিল কুম্বলের ইচ্ছাতেই মায়াঙ্ককে নেতৃত্বে আনা হল বলে খবর। গ্রুপ বি-তে চেন্নাই সুপার কিংস, সান রাইজার্স হায়দরাবাদ, রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গুজরাট টাইটন্সের সঙ্গে আছে পঞ্জাব কিংস। আরও পড়ুন: ফুটবল বিশ্বে চেক মেট রাশিয়া
প্রসঙ্গত, এবার আইপিএলে কলকাতা নাইট রাইডার্সেও নতুন অধিনায়ক দেখা যাবে। শ্রেয়স আইয়ার নাইটদের নেতৃত্বে থাকছেন। গুজরাট টাইটান্সের নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। চেন্নাইয়ের অধিনায়ক হিসেবে ধোনি, মুম্বইয়ের রোহিত শর্মা, দিল্লির নেতৃত্বে ঋষভ পন্থ-ই থাকছেন। নতুন লখনউ সুপার জায়েন্টেসের নেতৃত্বে দেখা যাবে লোকেশ রাহুলকে। বিরাট কোহলি নেতৃত্ব ছাড়ার পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এখনও তাদের অধিনায়কের নাম জানায়নি।