Mateu Lahoz. (Photo Credits: Twitter)

দোহা , ১২ ডিসেম্বর: গত শুক্রবার রাতে কাতার বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্য়াচে কার্ডের বন্যা বইয়ে দিয়েছিলেন রেফারি মাতেউ লাহোজ। ম্যাচে ফুটবলারদের ওপর রাশ হারিয়ে ১৭টা হলুদ কার্ড দেখান স্পেনের রেফারি লাহোজ। স্পেনের সেই রেফারিকে কাতার বিশ্বকাপের আর কোনও ম্য়াচ পরিচালনা করাবে না ফিফা। রেফারি কমিটির প্রধান পি কোলিনা খুশি নন লাহোজের রেফারিংয়ে।

লিওনেল মেসি, একুনা, মার্টিনেজের পাশাপাশি বেঞ্চে বলে থাকা আর্জেন্টিনার সহকারী কোচকেও হলুদ কার্ড দেখান লাহোজ। কোয়ার্টার ফাইনালের ম্যাচে মোট ৮টি হলুদ কার্ড দেখেছে আর্জেন্টিনার ফুটবলাররা। ডাচদের  ৬টি হলুদ কার্ড ও একটি লাল কার্ড দেখিয়েছিলেন রেফারি। আরও পড়ুন-'তুমিই আমার কাছে সর্বকালের সেরা'- ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে আবেগঘন বার্তা বিরাট কোহলির

দেখুন টুইট

রেফারি লাহোজের বিরুদ্ধে সরাসরি তোপ দেগে মেসি বলেছিলেন, "রেফারিকে নিয়ে কিছু বলব না। তবে এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে এই ধরণের রেফারিকে দায়িত্ব দেওয়া উচিত নয়।"অতীতে মেসির বিরুদ্ধে বেশ কিছু বিতর্কত সিদ্ধান্ত নিয়েছিলেন লাহোজ।  বছর দুয়েক আগে বার্সেলোনা বনাম ওসাসুনার ম্যাচে জার্সি খুলে মারাদোনাকে শ্রদ্ধা জানানোয় মেসিকে হলুদ কার্ড দেখিয়েছিলেন লাহোজ। শুধু ওই একবার নয় ২০১৩-১৪ মরশুমে লা লিগায় মেসির গোল বাতিল হওয়ার জেরে অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে ড্র করে বার্সেলোনা।