England Playing XI for Old Trafford Test: আগামী বুধবার থেকে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে শুরু হতে চলা ভারতের বিরুদ্ধে চতুর্থ টেস্টের প্রথম একাদশ ঘোষণা করে দিল ইংল্যান্ড (England Cricket team)। সিরিজে ২-১ এগিয়ে থাকা বেন স্টোকসরা চতুর্থ টেস্ট শুরুর দুদিন আগেই প্রথম একাদশ ঘোষণা করে দিলেন। বেন স্টোকস (Ben Stokes)-দের দলে একটাই পরিবর্তন। যেখানে নীতীশ রেড্ডি থেকে আকাশদীপদের চোটে টিম ইন্ডিয়ার প্রথম একাদশে বড় বদল হতে পারে। লর্ডস টেস্টে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন ব্রিটিশ স্পিনার শোয়েব বাশির (Shoaib Bashir)। বাশিরের জায়গায় স্পিনার-অলরাউন্ডার লিয়াম ডাওসন (Liam Dawson )-কে প্রথম একাদশে রাখলেন স্টোকস। দীর্ঘ ৮ বছর পর দেশের হয়ে টেস্ট খেলতে নামবেন বাঁ হাতি স্পিনার-অলরাউন্ডার ডাওসন। ৩৫ বছরে ডাওসন এর আগে দেশের হয়ে তিনটি টেস্ট খেলেছিলেন। ২০১৬ সালে চেন্নাইয়ে ভারতের বিরুদ্ধে টেস্ট অভিষেকে ১২৯ রান দিয়ে দুটি উইকেট পেয়েছিলেন ডাওসন। আর ব্যাট হাতে ৮ নম্বরে নেমে প্রথম ইনিংসে ৬৬ রানের দারুণ ইনিংস খেলেছিলেন।
২০১৬ সালে চেন্নাই টেস্টে অভিষেক হয়েছিল লিয়াম ডাওসনের
ডাওসনের এই অভিষেকে টেস্টেই করুণ নায়ার ৩০৩ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন। আর কেএল রাহুল করেছিলেন ১৯৯ রান। ভারত প্রথম ইনিংসে ৭ উইকেটে ৭৫৯ রানে ডিক্লেয়ার ঘোষণা করে, চেন্নাই টেস্টটা জিতেছিল ইনিংস ও ৭৫ রানে। তাঁর অভিষেক টেস্টে মুরলী বিজয় ও রবীন্দ্র জাদেজাকে আউট করেছিলেন। এরপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুটি টেস্ট খেলেই সেই যে বাদ পড়েন, দীর্ঘ আট বছর পাঁচদিনের ক্রিকেটে সুযোগ পাননি।
প্রথম একাদশ নিয়ে পরীক্ষানিরীক্ষায় যাচ্ছে না ইংল্যান্ড
ওই একটা পরিবর্তন করেই ম্যানচেস্টারে সিরিজ জয়ের লক্ষ্যে নামতে চলেছে ইংল্যান্ড। চলতি সিরিজে ইংল্যান্ড তাদের প্রথম একাদশ নেই তেমন পরীক্ষা-নিরীক্ষা করেনি। এজবাস্টনে বড় হারের পর পেসার জোশ টাঙকে বাদ দিয়ে জোফ্রা আর্চারকে খেলায়। দ্বিতীয় টেস্টে প্রথম একাদশে কোনও বদল করেনি স্টোকস। লর্ডসে দারুণ জয়ের পর বাধ্য হয়েই প্রথম একাদশে একটি বদল করল ইংল্য়ান্ড। তার মানে এখনও পর্যন্ত চারটি টেস্টে ইংল্য়ান্ডের মোট ১৩ জন খেলছেন। ম্যানচেস্টারে ডাওসন প্রথম একাদশে ঢোকায়, ইংল্য়ান্ডের ব্যাটিং গভীরতা বাড়ল।
আট বছর পর টেস্ট খেলবেন ডাওসন
Liam Dawson will return to Test cricket after eight years!
He replaces Shoaib Bashir, who suffered a broken finger at Lord's
Read more: https://t.co/WVDSuus8Jq | #ENGvIND pic.twitter.com/q7K6Mb2OZw
— ESPNcricinfo (@ESPNcricinfo) July 21, 2025
ইংল্যান্ডের প্রথম একাদশ
ম্য়ানচেস্টারে ইংল্যান্ডের প্রথম একাদশ- বেন ডাকেট, জ্যাক ক্রাউলি, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, জেমি স্মিথ, বেন স্টোকস, ক্রিস ওকস, লিয়াম ডাওসন, জোফ্রা আর্চার, ব্রাইডন কার্সে।