Man Climbing Eiffel Tower : আর কিছুক্ষণ পরেই প্যারিসে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের (Paris Olympics 2024) সমাপ্তি ঘটতে চলেছে। ২৬ জুলাই বর্ণাঢ্য উদ্বোধনের পর আনন্দ-উচ্ছ্বাস-আবেগের সঙ্গে চলেছে পাঁচতারার খেলা। এবার বিদায়ের পালা। মনে রাখার মত সমাপ্তি অনুষ্ঠান করে বাই বাই জানাতে চলেছে ফ্রান্স। কিন্তু তার আগে সোশ্যাল মিডিয়ায় এক ভিডিয়ো দেখে আঁতকে উঠছেন। যে ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক ব্যক্তি খালি গায়ে আইফেল টাওয়ারের গা বেয়ে অনেকটা উঁচুতে উঠে পড়েছেন। ১ হাজার ৮৩ ফুট দৈর্ঘ্যের আইফেল টাওয়ারের অনেকটা উঁচুতেই রাখা ছিল অলিম্পিকের পাঁচতারা প্রতীক। সেই ব্যক্তি আইফেল টাওয়ারের সেই অলিম্পিক প্রতীকের কিছুটা ওপরে উঠে পড়েন সেই ব্যক্তি।
বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠানের আগে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে প্যারিসকে। তারই মধ্যে কী করে আইফেল টাওয়ারের মত বিশেষ জায়গায় কঠোর নিরাপত্তা বলয়কে ফাঁকি দিয়ে সেই ব্যক্তি সেখানে চড়ে বসলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে।
দেখুন ভিডিয়ো
Someone is climbing up the Eiffel Tower right now! pic.twitter.com/prpdDIeEN8
— Matt Wallace (@MattWallace888) August 11, 2024
নিরাপত্তারক্ষীদের নজরে আসার পর সেই ব্যক্তিকে টাওয়ার থেকে নামানো হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়।