বিশ্ব ফুটবলের অন্যতম প্রধান শক্তিধর দেশ। চারবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন। ইউরো কাপ চ্য়াম্পিয়ন। কিন্তু এরপরেও ইতালি টানা দুটো বিশ্বকাপের মূলপর্বে উঠতে পারেনি। এবার বিশ্বকাপের লক্ষ্যে নাপোলির লুসিয়ানো স্পালেত্তি (Luciano Spalletti)-কে কোচ করতে চলেছে ইতালি। যে স্পালেত্তি গত মরসুমে নাপোলিকে রূপকথার সাফল্য এনে দিয়েছিলেন। নাপোলির আগে তিনি ইতালির দুই বড় ক্লাব ইন্টার মিলান, এএস রোমার মত ক্লাবকে সাফল্য এনে দিয়েছেন। ৬৪ বছরের স্পালেত্তি ইতালির বাসিন্দা এই কোচের প্রাথমিক দায়িত্ব এবার তার দেশকে বিশ্বকাপে তোলা।
২০১৮ রাশিয়া, ২০২২ কাতার-টানা দুটো বিশ্বকাপের যোগ্যতাপর্ব থেকেই শেষ হয়ে গিয়েছে ইতালির দৌড়। কিন্তু এর মধ্যে ২০২১ ইউরো কাপে চ্যাম্পিয়ন হয় তারা। গত দুবার যোগ্যতাপর্বে হারের দু:স্বপ্নের স্মৃতি ভুলে ২০২৬ বিশ্বকাপের মূলপর্বে খেলার স্বপ্ন দেখছে ইতালি। রবার্তো মানচিনির কোচিংয়ে ২০২১ ইউরো জিতলেও কাতার বিশ্বকাপে খেলতে পারেনি ইতালি। মানচিনির পরিবর্তে এবার স্পালেত্তিকে দায়িত্ব দিল ইতালি।
দেখুন টুইট
Luciano Spalletti has been appointed as new Italian national team head coach on contract valid until 2026 🚨🔵🇮🇹
Spalletti will replace Roberto Mancini with immediate effect. pic.twitter.com/Djn6YvUgII
— Fabrizio Romano (@FabrizioRomano) August 18, 2023
আমেরিকা-মেক্সিকো-কানাডায় হতে চলা ২০২৬ বিশ্বকাপে ৪৮টি দেশ খেলতে চলেছে। এবার ইউরোপ থেকে ১৩টি-র পরিবর্তে বিশ্বকাপের মূলপর্বে খেলতে চলেছে ১৬টি দেশ। ফলে ইতালির পক্ষে কাজটা গত দু বারের চেয়ে সহজ হবে।