Jadeja vs England. (Photo Credits: X)

Lords Test Jadeja vs Carse: লর্ডস টেস্টে ভারত-ইংল্যান্ড দুই দলের ক্রিকেটারদের মধ্যে বাদানুবাদ চরম জায়গায় পৌঁছল। শনিবার লর্ডস টেস্টের তৃতীয় দিনের শেষে ইংল্য়ান্ডের ওপেনার জ্যাক ক্রাউলি ইচ্ছাকৃতভাবে চোট পাওয়ার ভান করায় তাঁকে ঘিরে ধরে কটুক্তি করতে থাকনে জশপ্রীত বুমরা-রা। এরপর থেকে কখনও সিরাজ, তো কখনও স্টোকসরা একে অপরের সঙ্গে ঝামেলা জড়িয়ে পড়েন। বেন ডাকেটকে আউট করার পর অত্যধিক উচ্ছ্বাস দেখানোয় সিরাজকে আর্থিক জরিমানাও করা হয়। সোমবার টেস্টের শেষ দিনে রবীন্দ্র জাদেজার সঙ্গে সরাসরি মাঠে তর্ক বেঁধে যায় ইংল্যান্ডের পেসার ব্রাইডেন কার্সের। ওভার শেষ করে জাদেজাকে উত্যক্ত করার চেষ্টা করেন কার্সে। পাল্টা জবাব দিয়ে কার্সের দিকে এগিয়ে যান জাদেজাও। সব মিলিয়ে ভারত-ইংল্য়ান্ড তৃতীয় টেস্টের শেষ দিনের লর্ডস যেন বক্সিং রিং। নিশ্চিতভাবেই জাদেজা ও কার্সেকে আইসিসি-র শাস্তির মুখে পড়তে হবে।

জাদেজা বনাম কার্সে

ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস দুজনের মাঝে দাঁড়িয়ে তর্ক থামান। সেই বিবাদের আগে জাদেজাকে রান নিতে গেলে বাধা দিতে দেখা যায় কার্সে-কে। এই উত্তপ্ত বাদানাবাদের পর লাঞ্চের ঠিক আগে ক্রিস ওকসের বলে আউট হয়ে যান নীতীশ রেড্ডি (১৩)। জাদেজা- নীতীশ অষ্টম উইকেটে ৩০ রান যোগ করে।

ছবিতে খণ্ডযুদ্ধ

দেখুন কীভাবে জাদেজার সঙ্গে কার্সের সংঘর্ষ হল

জাদেজার সঙ্গে কার্সের সংঘর্ষের ভিডিও

দেখুন ভিডিও

হারের মুখে টিম ইন্ডিয়া

ভারত জয় থেকে ৮১ রান দূরে, ইংল্য়ান্ডের চাই আর ২টি উইকেট। জাদেজা অপরাজিত আছেন ১৭ রানে। লাঞ্চের পর জাদেজার সঙ্গে ব্যাট করতে নামবেন জশপ্রীত বুমরা। তারপর ১১তম ব্যাটার সিরাজ। এখান থেকে ম্যাচ বের করতে হলে জাদেজাকে অবিশ্বাস্য কিছু করতে হবে।