Liverpool vs Real Madrid Live Streaming: আজ, মঙ্গলবার রাতে ভারতীয় সময় দেড়টায় উয়েফা চ্যাম্পিয়ন লিগের লিগের ম্যাচে মুখেমোখি লিভারপুল ও রিয়াল মাদ্রিদ। লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ডে আত্মবিশ্বাসে চনমনে হয়ে নামছে টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি ১৫ বার চ্যাম্পিয়ন হওয়া রিয়াল মাদ্রিদ। কদিন আগেই লা লিগায় বার্সেলোনাকে হারিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান মজবুত করে কোচ জাভি অ্যালেঞ্জোর দলের মনোবল তুঙ্গে। অন্যদিকে,গত মরসুমে প্রিমিয়র লিগে চ্যাম্পিয়ন হওয়া লিভারপুল চলতি মরসুমে তিন নম্বরে আছে। লিভারপুল খারাপ ফর্মের মধ্য দিয়ে যাচ্ছে,গত সাতটি ম্যাচের মধ্যে ছয়টিতে তারা পরাজিত হয়েছে। তবু এমবাপেদের বিরুদ্ধে নামার আগে লিভারপুলের কোচ আর্নে স্লট সাংবাদিক সম্মেলনে জোর গলায় বলেন, "রিয়াল মাদ্রিদ ভাল দল ঠিকই, কিন্তু আমরা ওদের আলাদা করে গুরুত্ব দিচ্ছি না। আমরা নিজেদের খেলাটা খেলতে পারলে জিতবই।"রিয়াল তারকা কিলিয়ান এমবাপের চোটের সমস্যা রয়েছে। তবে এখন তা সেরে গিয়েছে, এবং এমবাপেকে শুরু থেকেই খেলানো হবে বলে শোনা যাচ্ছে।
এবারের চ্যাম্পিয়ন লিগে একেবারে নতুন ফর্ম্যাটে খেলা হচ্ছে। একেবারে সরাসরি ৩৬টি দলকে নিয়ে হচ্ছে প্রি কোয়ার্টার ফাইনালে ওঠার রাউন্ড। এখন ৩টি করে ম্যাচের শেষে ৩৬ দলের পয়েন্ট তালিকায় রিয়াল মাদ্রিদ আছে ৫ নম্বরে (৯ পয়েন্ট), আর সেখানে লিভারপুল ১০ নম্বরে (৬ পয়েন্ট)। তালিকায় প্রথম আটটি দল সরাসরি প্রি কোয়ার্টার ফাইনাল বা রাউন্ড অফ ১৬-তে উঠবে। ৯ তেকে ২৪ তম স্থানে থাকা দলের একে অপরের সঙ্গে নক আউট প্লে অফ খেলবে। আর ২৫ থেকে ৩৬ তম স্থানে থাকা দল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগা থেকে ছিটকে যাবে। এবারের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলা হবে হাঙ্গেরির বুদাপেস্টে, আগামী বছর ৩০ মে।
মুখোমুখি রেকর্ড:
চ্যাম্পিয়ন লিগে দুই দলের মধ্যে মোট ১১ ম্যাচে রিয়াল মাদ্রিদ ৭ জয় এবং লিভারপুল ৪ জয় পেয়েছে। এর মধ্যে লিভারপুলের বিরুদ্ধে রিয়ালের স্মরণীয় জয়গুলো ২০২১/২২ এবং ২০১৭/১৮ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে। তবে গত বছর লিভারপুল ৩-১ গোলে রিয়ালকে হারিয়ে প্রতিশোধ নিয়েছিল।
লিভারপুল ও রিয়াল মাদ্রিদের মধ্যে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের মধ্যে ম্যাচটা কোথায়, কবে আয়োজিত হবে
উয়েফা চ্যাম্পিয়ন লিগে ইংল্যান্ডের চ্যাম্পিয়ন ক্লাব লিভারপুল ও টুর্নামেন্টের ইতিহাসে সফলতম দল স্পেনের রিয়াল মাদ্রিদ বুধবার রাতে মুখোমুখি হবে। ম্যাচটি আয়োজিত হবে লিভারপুল এফসি-র ঘরের মাঠে অ্যানফিল্ড এরিনায়।
কখন থেকে শুরু হবে খেলা
ভারতীয় সময় রাত দেড়টা থেকে শুরু হবে খেলা।
টিভিতে কোন চ্যানেলে সরাসরি দেখা যাবে খেলা?
ভারতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খেলা দেখানোর স্বত্ত্ব রয়েছে সোনি স্পোর্টস নেটওয়ার্কের কাছে। টিভি সোনি টেন ২, সোনি টেন ২ এইচডি চ্যানেলে সরাসরি দেখা যাবে খেলা।
সোনি লিভ অ্যাপের মাধ্যমে সরাসরি দেখা যাবে খেলা। নির্দিষ্ট টাকা দিয়ে সাবস্ক্রিপশন কেনা থাকলে তবেই দেখতে পাবেন খেলা।