বেঙ্গালুরু, ১৩ ফেব্রুয়ারি: শুরু হয়ে গেল আইপিএলের দ্বিতীয় দিনের মেগা নিলাম (IPL 2022 Mega Auction)। প্রথম দিনে বেশ মোটা অর্থে ক্রিকেটারদের কেনে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিরা। ইশান কিষাণ থেকে দীপক চাহার, শ্রেয়স আইয়ার, শার্দুল ঠাকুর-রা রেকর্ড অর্থে বিক্রি হন। প্রথম দিনে অবিক্রিত থেকে যান স্টিভ স্মিথ, সুরেশ রায়না, ঋদ্ধিমান সাহা-রা মত তারকা ক্রিকেটাররা। দেখা যাক আজ তাঁর বিক্রি হোন কি না। আরও পড়ুন: নিলামের প্রথম দিনের পর কেমন হল KKR দল
নিলামের দ্বিতীয় দিনের লাইভ আপডেট
- বাংলার ব্যাটসম্য়ান ঋত্বিক চ্যাটার্জিকে ২০ লক্ষ টাকায় কিনল পঞ্জাব কিংস।
- ক্যারিবিয়ান পেসার রোমারিও শেপার্ডকে ৭ কোটি ৭৫ লক্ষ টাকায় কিনল রাজস্থান রয়্যালস।
- কিউই পেসার মিচেল স্যান্টনারকে ১ কোটি ৯০ লক্ষ টাকায় কিনল চেন্নাই।
- আর্চারে লক্ষ্যভেদ মুম্বইয়ের। ইংল্যান্ডের তারকা পেসার জোফ্রা আর্চারকে সাড়ে ৮ কোটি টাকায় কিনল মুম্বই ইন্ডিয়ন্স। তারকা বিদেশী রেসার জন্য বরাবরই বিখ্যাত মালিঙ্গার প্রাক্তন এই আইপিএল ফ্র্যাঞ্চাইজি
- ঝাড়খণ্ডের স্পিনার অনকুল রায়কে ২০ লক্ষ টাকা দলে নিল KKR।
দেখুন টুইট
The man for the 𝗕𝗜𝗚𝗚𝗘𝗦𝗧 occasions will now do it in the 𝔹𝕝𝕦𝕖 & 𝔾𝕠𝕝𝕕! 😌💙#OneFamily #MumbaiIndians #AalaRe #TATAIPLAuction #IPLAuctionpic.twitter.com/t8Mf6diu4b
— Mumbai Indians (@mipaltan) February 13, 2022
- অবিক্রিত থাকলেন করুণ নায়ার। টেস্টে ত্রিশতরানকারী করুন নায়ার ক বছর আগেও আইপিএল নিলামে বড় দর পেতেন।
- ক দিন আগেই ভারতের অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক তথা ব্যাটার যশ ধুলকে ৫০ লক্ষ টাকায় কিনল দিল্লি ক্যাপিটলস।
- জাতীয় দলে খেলা স্পিনার পীযুষ চাওলা অবিক্রিত থাকলেন। কিউই স্পিনার ইশ সোধিকেও কেউ কিনলেন না।
- ৫৫ লক্ষ টাকায় রিঙ্কু সিংকে স্কোয়াডে ফেরাল কলকাতা। আজ নিলামের শুরুতে ১ কোটি টাকায় আজিঙ্কা রাহানেকে কেনে শাহরুখ খানের দল। গতকাল শ্রেয়স আইয়ার, প্যাট কামিন্স, নীতীশ রানা, শিবম মাভিকে দলে নেয় কলকাতা।
- পেসার খলিল আহমেদকে ৫ কোটি ২৫ লক্ষ টাকায় কিনল দিল্লি ক্যাপিটালস।
- নিলামের দ্বিতীয় দিনে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছেন লিয়াম লিভিংস্টোন। সাড়ে ১১ কোটি টাকায় লিভিংস্টোনকে কিনেছে পঞ্জাব। বিজয় শঙ্কর ও জয়ন্ত যাদবকে কিনেছে গুজরাট। শিবম দুবেকে কিনল চেন্নাই।
দেখুন টুইট
Here is the list of players that went under the hammer in set 13.
Which was the most impressive signing? 🤔#TATAIPLAuction #IPLAuction #IPL2022 pic.twitter.com/XGFUmSWa2N
— Sportskeeda (@Sportskeeda) February 13, 2022
- স্পিনার জয়ন্ত যাদবকে ১ কোটি ৭০ লক্ষ টাকায় কিনল গুজরাট টাইটান্স। অবিক্রিত থাকলেন কিউই পেসার অলরাউন্ডার জিমি নিশাম।
- সাড়ে ১১ কোটি টাকায় ইংল্যান্ডের তারকা ক্রিকেটার লিয়াম লিভিংস্টোনকে কিনল পঞ্জাব কিংস। কলকাতাও ঝাঁপিয়েছিল লিভিংস্টোনকে দলে পেতে। তবে পঞ্জাবের হাতে টাকা অনেক বেশি থাকায় তাঁরই শেষ অবধি লিভিংস্টোন যুদ্ধে জিতল।
- নিলামে অবিক্রিত থাকলেন প্রাক্তন নাইট রাইডার্স অধিনায়ক ইয়ান মর্গ্যান। অবিক্রিত থাকলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক নায়ক অ্যারন ফিঞ্চও।
- নিলামের দ্বিতীয় দিনের শুরুতে ভারতের টেস্ট দলের তারকা আজিঙ্কা রাহানেকে ১ কোটিতে কিনল কলকতা নাইট রাই়ডার্স। ওপেনার হিসেবে রাহানেকে ব্যবহার করতে পারে শাহরুখ খানের দল।
রাহানাকে স্বাগত জানাল কেকেআর
While we welcome @ajinkyarahane88 to our #GalaxyofKnights, we are also delighted to introduce Amita Deshpande. Solving two issues with one solution, Amita’s reCharkha has helped uplift the needy by employing them. pic.twitter.com/7BcvQJE0nb
— KolkataKnightRiders (@KKRiders) February 13, 2022
- আজও নিলামদার হিসেবে থাকছেন চারু শর্মা।
- গতকাল নিলামের প্রথম দিনে মোট ৭৪ জন খেলোয়াড় বিক্রি হয়েছেন। যাঁদের মধ্যে ২০ জন বিদেশি খেলোয়াড়। প্রথম দিনে মোট খরচ হওয়া অর্থের পরিমাণ ছিল ৩৮৮ কোটি ১০ লাখ টাকা।
- শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান মেগা নিলামের প্রথম দিনে যৌথ-সবচেয়ে দর ওঠা বিদেশি ক্রিকেটার ছিলেন। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হাসরাঙ্গার জন্য ১০.৭৫ কোটি টাকা খরচ করেছে। আর সানরাইজার্স হায়দরাবাদ নিকোলাস পুরানের জন্য একই পরিমাণ টাকা খরচ করেছে।
- কলকাতা নাইট রাইডার্সের হাতে রয়েছে ১২ কোটি ৬৫ লাখ টাকা। সব থেকে বেশি টাকা রয়েছে পঞ্জাব কিংসের হাতে। তাদের হাতে এখনও ২৮ কোটি ৬৫ লাখ টাকা রয়েছে। প্রায় সব টাকাই খরত করে ফেলেছে লখনউ।
দেখুন টুইট
Here are how the 🔟 teams stacked up before the Day 2⃣ of the 2022 #TATAIPLAuction 🔽@TataCompanies pic.twitter.com/AFpJD3sEpg
— IndianPremierLeague (@IPL) February 13, 2022
গতকাল নিলামে মুম্বই ইন্ডিয়ান্স (MI) ১৫.২৫ কোটি টাকা খরচ করে ইশান কিষাণকে (Ishan Kishan) কিনে নিয়েছিল। গতকাল সর্বোচ্চ দর ওঠা ক্রিকেটার ছিলেন কিষাণই। নিলামে চেন্নাই সুপার কিংস (CSK) অলরাউন্ডার দীপক চাহারের (Deepak Chahar) জন্য ১৪ কোটি টাকা খরচ করেছে।