Pat Cummins (Picture Credits: twitter)

বেঙ্গালুরু, ১২ ফেব্রুয়ারি: নিলামের (IPL Auction 2022) প্রথম দিনে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) -এর চমক হল ১২.২৫ কোটি টাকায় শ্রেয়স আইয়ারকে কেনা। খুব সম্ভবত আইয়ারের হাতেই নেতৃত্ব ভার তুলে দেওয়া হতে পারে। যদিও দলে থাকছেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সও। শ্রেয়স আইয়ার, প্যাট কামিন্সকে নিলামের শুরুর দিকেই দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। শ্রেয়সকে ১২.২৫ কোটি, কামিন্সকে ৭.৭৫ কোটিতে কেনে কলকাতা। এরপর নীতীশ রানাকে শাহরুখ খানের দল কেনে ৮ কোটি টাকায়। নিলামের একেবারে শেষের দিকে সৌরাষ্ট্রের অলরাউন্ডার শেলডন জ্যাকসনকে ৬০ লক্ষ টাকায় কেকেআর। জ্যাকসন কলকাতাই ছিলেন।

একেবারে শেষের দিকে মাত্র ৪০ লক্ষ টাকার বেস প্রাইসে থাকা অলরাউন্ডার শিবম মাভিকে ৭.২৫ কোটি টাকায় কেনে কেকেআর। বাকি ফ্র্যাঞ্চাইজিগুলোর থেকে তুলনায় কম ক্রিকেটাদের নিলামে কিনল কলকাতা। তবে টাকা খরচ হয়েছে ভালই। আরও পড়ুন: দেখুন নিলামের টেবলে কী করলেন শাহরুখ পুত্র আরিয়ান খান 

আগামিকাল, রবিবার নিলামের শেষ দিনে সস্তায় বেশ কিছু ক্রিকেটার কিনতেই হবে শাহরুখ খানের দলকে। আন্দ্রে রাসেল, সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ার, বরুণ চক্রবর্তীকে ধরে রেখেছে কলকাতা। কেকেআর-এর প্রাক্তন অধিনায়ক দীনেশ কার্তিক গেলেন বিরাট কোহলির আরসিবি-কে। সাড়ে ৫ কোটি টাকায় কার্তিককে কিনল আরসিবি। প্রাক্তন কেকেআর পেসার কমলেশ নাগরকোটি-কে ১ কোটি ১০ লক্ষ টাকায় কিনল দিল্লি।

দেখুন KKR-এর টুইট

এদিনের নিলামে সবচেয়ে বড় চমক ছিল শ্রীলঙ্কার স্পিনার হাসারাঙ্গা। লঙ্কান লেগ স্পিনার হাসারাঙ্গাকে ১০ কোটি ৭৫ লক্ষ টাকায় কিনল আরসিবি। গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপে হ্যাটট্রিক করেছিলেন হাসারাঙ্গা। কেকেআর থেকে জাতীয় দলে জায়গা পাওয়া পেসার প্রসিধ কৃষ্ণা ১০ কোটি টাকায় গেলেন রাজস্থান রয়্যালস-এ।

আর ১০.৭৫ কোটি টাকায় দিল্লিতে গেলেন অলরাউন্ডার পেসার শার্দুল ঠাকুর। তবে আইপিএলের ইতিহাসে রেকর্ড দাম পেলেন পেসার-অলরাউন্ডার দীপক চাহার। চাহারকে রেকর্ড টাকায় ১৪ কোটি টাকায় কিনল চেন্নাই সুপার কিংস। গতবারও ধোনির দল সিএসকে-র হয়েই নজর কাড়েন চাহার। উইকেটকিপার-ব্যাটসম্যান ইশান কিষানকে ১৫.২৫ কোটিতে কিনল মুম্বই ইন্ডিয়ন্স। আম্বানিদের মুম্বই দলেই ছিলেন ইশান।