Messi Confronts Referee. (Photo Credits: X)

তিনি দুনিয়ার সেরা ফুটবলার। তাঁকে নামাভাবে উত্যক্ত করে, আঘাত করে বাজিমাত করার কৌশল নেয় বিপক্ষ দল। লিওনেল মেসির দীর্ঘ দুই দশকের পেশাদার ফুটবল কেরিয়ারে এমনটা বারবার হয়েছে। কিন্তু ফুটবল মাঠে তিনি একজন শিল্পী। তাঁকে যতই মারা হোক, উত্যক্ত করা হোক, তিনি মাথাগরম করেন না। কিন্তু মার্কিন মুলুকে ক্লাব ফুটবলের জার্সি গায়ে এবার সেটা করে ফেললেন ৩৭-র মেসি। ম্যাচ হেরে মেজাজ হারালেন বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনিয়ান মহাতারকা।

রেফারির দিকে তেড়ে গেলেন মেসি

রবিবার মেজর লিগ সকারের ম্যাচে সান দিয়াগো ক্লাবের বিরুদ্ধে ম্যাচে ০-২ গোলে হতাশার হারের পর মেজাজ হারালেন এলএ গ্যালাক্সির মহাতারকা ফুটবলার মেসি। আর্জেন্টিনার বিশ্বসেরা ফুটবলার লস অ্য়াঞ্জেলস গ্যালাক্সি-র হারের পর রেফারির দিকে তেড়ে গেলেন, তারপর তুমুল বচসা করলেন। মেসির অভিযোগ, রেফারির ভুল সিদ্ধান্তের জন্যই তাদের হারতে হয়েছে। আর সেই রাগেই মেসি চড়াও হলেন রেফারির ওপর। ছেড়ে কথা বললেন না প্রতিপক্ষের সহকারী কোচকেও। শাস্তিতে মেসিকে হলুদ কার্ড দেখালেন রেফারি।

দেখুন কীভাবে মেজাজ হারালেন মেসি

 

প্রতিপক্ষ কোচের ওপর চড়াও হলেন মেসি

রেফারি বারবার শান্ত হতে বললেও, মেসিকে বারবার তেড়ে গিয়ে তর্ক করতে দেখা গেল। এখানেই শেষ নয়, সান দিয়াগোর সহকারী কোচ অ্যালেক্সিস দি সিলভা বোঝাতে এলে, রেগে গিয়ে তার ঘাড়ে হাল্কা চাপও দিতে দেখা যায় ৩৭ বছরের এলএ গ্যালাক্সির আর্জেন্টাইন মহাতারকাকে।