লিওনেল মেসি (Getty Images)

প্যারিস, ১৪ অগাস্ট: সব আনুষ্ঠানিকতা শেষ। এবার মাঠে নামার পালা। গোটা প্যারিসের আগ্রহ এখন আইফেল টাওয়ারের চেয়েও বেশি লিওনেল মেসি (Lionel Messi) কে নিয়ে। কবে তিনি প্রথমবার প্যারিস সঁ জঁ (PSG)-র জার্সিতে নামবেন সেটাই এখন সবার প্রশ্ন। ইতিমধ্যেই ফরাসি লিগা-১-এ একটা ম্যাচ খেলে ফেলেছে পিএসজি। প্রথম ম্যাচে নেইমাররা ট্রয়েসকে ২-১ গোলে হারিয়ে ফরাসি লিগ জয়ের অভিযান শুরু করেছে। আজ, শনিবার দ্বিতীয় ম্যাচে পিএসজি-র প্রতিপক্ষ স্টার্সবোর্গ। সবার একটাই আগ্রহ, আজ পিএসজি-র লিগের ম্যাচে মেসি নামবেন কী?

প্যারিসের সঁ জঁ (PSG)-র ৩০ নম্বর জার্সি গায়ে চাপিয়েছেন ফুটবলে রাজপুত্র লিওনেল মেসি (Lionel Messi)৷ আগামী ২ বছরের জন্য ফ্রান্সের এই ক্লাবেই খেলবেন তিনি৷ এখন সবার প্রশ্ন মেসি কবে মাঠে নামছেন। গত ১০ জুলাই কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের বিরুদ্ধে জয়টাই ছিল পিএসজি-তে যোগ দেওয়ার আগে মেসির শেষ ম্যাচ। এবার ৩৪ বছরের এই আর্জেন্টিনার মহাতারকা কবে ফরাসি ক্লাবের হয়ে মাঠে নামেন সেটার অপেক্ষা ফুটবল বিশ্ব।

চলতি অগাস্টে আরও তিনটি লিগের ম্যাচে খেলবে প্যারিসের এই নামী ক্লাব। তবে অগাস্টে ক্লাবের জার্সিতে মেসির খেলার সম্ভাবনা কম। ১২ সেপ্টেম্বর ফরাসি লিগের (লিগা ১) ম্যাচে পিএসজি ঘরের মাঠে নামবে ক্লারমোন্ট ফুটবল ক্লাবের বিরুদ্ধে। ১৪ সেপ্টেম্বর পিএসজি নামবে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে। খুব সম্ভবতই চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচ থেকেই নামবেন মেসি। চ্যাম্পিয়ন্স লিগের দিকে চোখ রেখেই মেসিকে এনেছে প্যারিসের এই ক্লাব। আজকের ম্যাচে মেসির খেলার সম্ভাবনা নিয়ে পিএসজি কোচ মর্সিও পচেত্তিনো বলছেন, সবচেয়ে আগে আমাদের মেসির মতামতকে শুনতে হবে। কারণ ওই নিজের শরীরকে সবচেয়ে ভাল বুঝতে পারবে। সবচেয়ে আগে দরকার ওর পুরো ফিট হয়ে নামা। আমরা চাই ওর ক্লাবের জার্সিতে অভিষেক হোক পুরোপুরি ফিট থাকা অবস্থায়।"কোচের কথাতেই পরিষ্কার আজই মেসির পিএসজি-র জার্সিতে নেমে পড়ার সম্ভাবনা খুবই কম।