Jadeja vs England. (Photo Credits: X)

Liam Dawson: লর্ডসে দুরন্ত জয়ের সুবাদে ভারতের বিরুদ্ধে চলতি পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজে ২-১ এগিয়ে গিয়েছে ইংল্য়ান্ড (England)। এজবাস্টনে ৩৩৬ রানের বড় ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়িয়ে লর্ডসে (Lord's Test) ২২ রানে জয়টা বেন স্টোকস (Ben Stokes)-দের মনোবল অনেকটা বাড়িয়ে দিয়েছে। আগামী বুধবার থেকে ম্য়ানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে শুরু হচ্ছে সিরিজের চতুর্থ টেস্ট। লর্ডসে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ইংল্য়ান্ডের স্পিনার শোয়েব বাশির (Shoaib Bashir)। সিরাজকে বোল্ড করে বাশিরই লর্ডসে টিম ইন্ডিয়ার শেষ উইকেটটি তুলেছিলেন। বাশিরে পরিবর্তে চতুর্থ টেস্টে ইংল্য়ান্ড দলে নিল ৩৫ বছরের বাঁ হাতি স্পিনার লিয়াম ডাওসন। সব ঠিক থাকলে ৮ বছর পর ইংল্য়ান্ডের জার্সিতে টেস্ট খেলতে নামবেন ডাওসন। ৩টি টেস্ট, ৬টি ওয়ানডে ও ১৪টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলা ডাওসন-কে লিগ, পন্থদের জব্দ করার দায়িত্ব দেওয়া হল।

ডাওসন ও বেথেলের মধ্য়ে থেকে একজনকে চতুর্থ টেস্টে খেলাতে পারে ইংল্যান্ড

গত মাসে ওয়েস্ট ইন্ডিজে টি-২০ সিরিজে বেশ ভাল করে নির্বাচকদের নজর কেড়ে, বাশিরের চোটের পর এবার টেস্ট দলে কামব্য়াক করবেন ডাওসন। ডাওসনের ব্যাটের হাতটাও ভাল। ডাওসন নাকি জ্যাকব বেথেল চতুর্থ টেস্টে স্পিনার হিসেবে ইংল্যান্ড কাকে প্রথম একাদশে রাখে সেটাই দেখার। আট বছর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নটিংহ্যাম টেস্ট ম্যাচ খেলার পর, সেই যে বাদ পড়েন আর সুযোগ পাননি। ২০১৬ সালে চেন্নাইয়ে টেস্ট অভিষেক হয়ে মাত্র ৩টি ম্য়াচ খেলেছেন ডাওসন। তবে এর মাঝে তিন বছর আগে ওয়ানডে খেলেছিলেন।

এক নজরে চতুর্থ টেস্টে ইংল্য়ান্ডের স্কোয়াড

 

চতুর্থ টেস্টে ইংল্যান্ডের ১৩ জনের দল:

বেন ডাকেট, জ্যাক ক্রাউলি, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটকিপার), ক্রিস ওকস, জোফ্রা আর্চার, ব্রেইডন কার্স, জোশ টাঙ্গ, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল।