Lhuan-dre Pretorius. (Photo Credits:X)

Lhuan-dre Pretorius: অভিষেক টেস্টে সেঞ্চুরি হাঁকানোর নজির গড়লেন দক্ষিণ আফ্রিকার লুহয়ান-দ্রে প্রিটোরিয়াস। শনিবার বুলাওয়ে ( Bulawayo Test) জিম্বাবোয়ের (Zimbabwe vs South Africa) বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনে পাঁচ নম্বরে নেমে সেঞ্চুরি করলেন ১৯ বছরের বাঁ হাতি ব্যাটার। এই প্রথমবার দেশের জার্সিতে খেলতে নেমেই চমকে দিলেন উইকেটকিপার-ব্যাটার প্রিটোরিয়াস। যদিও তিনি বুলাওয়ে টেস্টে উইকেটকিপিং করছেন না, খেলছেন স্পেশালিস্ট ব্যাটার হিসেবে। এদিন কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে ১১২ বলে সেঞ্চুরি করেন তিনি। ৫৫ রানের মধ্যে ৪ উইকেটে চাপে থাকা অবস্থায় এই টেস্টে অভিষেক হওয়া দুই প্রোটিয়া প্রতিভাবান প্রিটোরিয়াস ও দিওয়াল্ড ব্রেভিস জুটি গড়েন। অভিষেক টেস্টে নেমে বেবি এবি নামে পরিচিত ব্রেভিস ৪১ বলে ৫১ রানের দুরন্ত ইনিংস খেলেন। ব্রেভিস তাঁর অভিষেক টেস্টে ইনিংসে ৪টি ওভার বাউন্ডারি, ৩টি বাউন্ডারি হাঁকান।

জাক কালিস, ফাফ দুপ্লেসিস, অ্যাশওয়েল প্রিন্স অভিষেক টেস্ট সেঞ্চুরি করেন

দক্ষিণ আফ্রিকার সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে টেস্ট অভিষেকে সেঞ্চুরি করার নজির গড়লেন ১৯ বছরের প্রিটোরিয়াস। স্টিফেন কুক (২০১৬ সাল), স্টিয়ান ভান জিল (২০১৪ সাল), ফাফ দুপ্লেসি (২০১২ সাল), অ্যাশওয়েল প্রিন্স (২০০২ সাল), জাক কালিস (১৯৯৫ সাল), আন্ড্রু হাডসন (১৯৯২ সাল), বিল জুলচ (১৯১১ সাল)-র পর দক্ষিণ আফ্রিকার অষ্টম ব্যাটার হিসেবে অভিষেক টেস্টে সেঞ্চুরি করলেন  লুহয়ান-দ্রে প্রিটোরিয়াস।

প্রিটোরিয়াসের কীর্তি

বছর দুয়েক আগে আইসিসি যুব বিশ্বকাপে (Under-19 World Cup) দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ রানসংগ্রহকারী ব্যাটার হয়েছিলেন। চলতি বছর দক্ষিণ আফ্রিকার টি-২০ ফ্র্য়াঞ্চাইজি ক্রিকেটে অভিষেক ম্যাচে ৯৭ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন।

অভিষেক টেস্টে সেঞ্চুরি প্রিটোরিয়াস

বুলাওয়েতে শুরুতেই বিপর্যয়ের মধ্যে পড়ে দক্ষিণ আফ্রিকা

দীর্ঘ ১১ বছর বাদে জিম্বাবোয়ের বিরুদ্ধে টেস্টে খেলতে নেমে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক কেশব মহারাজ। কিন্তু শুরুতেই ব্যক্তিগত শূন্য রানে আউট হয়ে যান প্রোটিয়া ওপেনার টনি দে জোরজি। কিছুক্ষণ পরে আউট হয়ে যান অপর ওপেনার ম্যাথুউ ব্রিটসকে (১৩)। ঠিক তারপরই শূন্য রানে আউট হয়ে যান ক দিন আগে লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভাল খেলা ডেভিড বেডিংহ্যাম। দক্ষিণ আফ্রিকার প্রথম তিনটি উইকেটই নেন জিম্বাবোয়েন পেসার ওয়েলিংটন চিভাঙ্গা। ২৩ রানে ৩ উইকেট হারিয়ে বড় চাপে পড়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। তিনে ব্যাট করতে নেমা উইয়ান মুলদার ব্যক্তিগত ১৭ রানে রান আউট হয়ে যান।