Lakshya Sen. (Photo Credits:X)

এক গেমে এগিয়ে থেকেও প্যারিস অলিম্পিকে (Paris Olympics 2024) পদক জিততে পারলেন না ভারতের তারকা শাটলার লক্ষ্য সেন (Lakshya Sen)। প্যারিস অলিম্পিকে চতুর্থ পদক জয়ের অপেক্ষা দীর্ঘতর হল। সোমবার ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচে মালয়েশিয়ার লি ঝি জি-য়ার বিরুদ্ধে ২২ বছরের লক্ষ্য হারলেন ২১-১৩, ১৬-২১, ১১-২১। প্রথম গেমে যে দাপটের সঙ্গে খেলে লক্ষ্য সহজেই জিতেছিলেন, তখন মনে হচ্ছিল দেশের প্রথম পুরুষ ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে তাঁর অলিম্পিক পদক জয় শুধুই সময়ের অপেক্ষা। কিন্তু অনভিজ্ঞতা আর শেষের দিকে মনসংযোগ হারানোয় সেটা হল না। এদিনের হারটা দেখে দেশে ফিরে আফশোস করতে পারেন উত্তরাখণ্ডের আলমোরার ২২ বছরের শাটলার। কারণ এই ম্যাচে প্রথম গেমে যেভাবে জিতলেন, তারপর ম্যাচ থেকে হারিয়ে পদক জিততে না পারার জন্য নিজেকেই দুষতে পারেন লক্ষ্য়।

২০২৮ লস অ্যাঞ্জেলসে অলিম্পিকে নিশ্চিতভাবেই নামবেন তিনি। কিন্তু জীবনে অনিশ্চয়তা থাকেই, ব্যাডমিন্টন কোর্ট আরও অনিশ্চয়তার। চোট, ফর্মও মাঝে মাঝেই খামখেয়ালি হয়ে বেইমানি করতে পারে। সে সব আশঙ্কা যদি সত্যি হয় তাহলে লক্ষ্য এই হারের জন্য নিজেকে দুষতে পারেন। সেমিফাইনালে ভিক্টর অ্যাক্সেলসেনের বিরুদ্ধে দাপট দেখিয়েও অনভিজ্ঞতার কাছে হেরেছিলেন লক্ষ্য। সেমিফাইনালের ভুলগুলোই এদিন করলেন তিনি।

দেখুন খবরটি

লক্ষ্য সেনের হারে প্যারিস অলিম্পিকে ব্যাডমিন্টনে শেষ হল ভারতের চ্যালেঞ্জ। ১৬ বছর পর অলিম্পিকে ভারত ব্যাডমিন্টনে পদকহীন থাকল। সবচেয়ে বেশী পদক জেতার আশা যাদের কাছে ছিল সেই বিশ্বসেরা জুটি সাত্ত্বিক সাইরাজ রানকিরেড্ডি-চিরাগ শেট্টি জুটি প্রি কোয়ার্টারে হেরে যান। পিভি সিন্ধু হারেন কোয়ার্টার ফাইনালে। মহিলাদের ডবলসেও শুরুতে হারে ভারত। পুরুষদের ব্যাডমিন্টনে সেমিফাইনালে উঠে ঐতিহাসিক পদক জয়ের একেবারে দোরগড়ায় ছিলেন লক্ষ্য়। কিন্তু শেষরক্ষা করতে পারলেন না তিনি। টানা দুটো ম্যাচে হেরে পদক হাতছাড়া হল তাঁর।

২০১২ লন্ডন, ২০১৬ রিও ও ২০২০ টোকিও অলিম্পিকে মহিলাদের ব্যাডমিন্টনে পদক জিতেছিল ভারত। ২০১২ লন্ডন অলিম্পিকে দেশের প্রথম শাটলার হিসেবে পদক জিতেছিলেন সাইনা নেহওয়াল। ২০১৬ রিও অলিম্পিকে দেশের প্রথম শাটলার হিসেবে রুপো জিতেছিলেন সিন্ধু। আর ২০২০ টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জেতেন সিন্ধু।