Koneru Humpy vs Divya Deshmukh Chess World Cup Final: মহিলাদের দাবা বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছেন দুই ভারতীয়- অন্ধ্রপ্রদেশের ৩৮ বছরের দাবাড়ু কনেরু হাম্পি ও তাঁর ঠিক অর্ধেক বয়সের মহারাষ্ট্রের দাবাড়ু দিব্যা দেশমুখ। জর্জিয়ার বাতুমায় আয়োজিত এই ফিডে বিশ্বকাপের ফাইনালের (Women’s Chess World Cup Final 2025) দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচও ড্র হল। ফলে এবারের মহিলা বিশ্বকাপের চ্যাম্পিয়ন হওয়ার ফয়সালা হবে টাইব্রেকারে। সোমবার ভারতীয় সময় দুপুর দেড়টায় টাইব্রেকারে ঠিক হবে হাম্পি বা দিব্যা কে হবেন দাবাড়ু দুনিয়ার সম্রাজ্ঞী। তবে হাম্পি বা দিব্যা (Humpy vs Divya)-যেই জিতুন, বিশ্বকাপটা জিতবে ভারত। সেমিফাইনালে দুজনেই হারিয়েছিলেন চিনের দুই সেরা দাবাড়ুকে। এই প্রথম ৬৪ খোপের খেলায় বিশ্বচ্যাম্পিয়ন হবেন কোনও ভারতীয় মহিলা দাবাড়ু।
কাল, সোমবার দুপুরে (ভারতীয় সময়) টাইব্রেকার হবে ফাইনালের ফয়সালা
শনিবার রাতে ফাইনালের প্রথম ম্যাচে সাদা গুটি নিয়ে খেলে সুবিধাজনক অবস্থান থাকলেও হাম্পিকে হারাতে পারেননি দিব্য়া। এদিন হাম্পিকে খেলেন সাদা গুটি নিয়ে, আর দিব্যা কালোতে। ৩৮ বছরের অন্ধ্রের দাবাড়ু হাম্পি কিছুটা সুবিধা আদায় করলেও ১৯ বছরের নাগপুরের দিব্যাকে হারাতে পারেননি। দুটি ম্যাচ ড্র হওয়ায় ফিডের নিয়ম মেনে ফয়সালা হবে টাইব্রেকারে।
ফাইনালের দ্বিতীয় দিনেও ড্র হল
🇮🇳 Humpy Koneru and 🇮🇳 Divya Deshmukh will play tie-breaks tomorrow!
Game 1 & 2 ended in draws. Stay tuned!
Tie-Break Start - 12:00 local time 🇬🇪#FIDEWorldCup pic.twitter.com/NFAHGaXdwA
— International Chess Federation (@FIDE_chess) July 27, 2025
কী নিয়মে হবে টাইব্রেকার
টাইব্রেকারের নিয়ম হল, প্রথমে দুটি র্যাপিড গেম খেলা হবে, যেখানে প্রত্যেক খেলোয়াড়ের জন্য সময় থাকবে ১৫ মিনিট, প্রতি চালের জন্য ১০ সেকেন্ড ইনক্রিমেন্ট সহ। যদি স্কোর এখনও সমান থাকে, তাহলে পরবর্তী রাউন্ডে যাওয়া হবে। দ্বিতীয় র্যাপিড ম্যাচে সময় কমে হবে ১০ মিনিটের, প্রতি চালের জন্য ১০ সেকেন্ড ইনক্রিমেন্ট সহ। যদি এখানেও ড্র হয় তাহলে টাইব্রেকার গড়াবে তৃতীয় রাউন্ডে। সেখানে হবে ব্লিটজ ম্যাচ। দুটি ব্লিটজ গেম খেলা হবে, যেখানে সময় থাকবে ৫ মিনিট, প্রতি চালের জন্য ৩ সেকেন্ড ইনক্রিমেন্ট সহ। যদি এখনও বিজয়ী নির্ধারিত না হয়, তবে চূড়ান্ত ধাপে যাওয়া হবে।