Ishan Kishan. (Photo Credits:Twitter)

মুম্বই, ৮ মে: আইপিএলের ম্যাচে চোট পাওয়ায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে গেলেন কেএল রাহুল (KL Rahul)। রাহুলের পরিবর্ত হিসেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে উইকেটকিপার-ব্যাটার ইশান কিষাণের নাম ঘোষণা করল বিসিসিআই। যে ইশান দেশের হয়ে এখনও কোনও টেস্ট খেললেনি। শ্রীকর ভরতের সঙ্গে এবার রোহিত শর্মার দলে দ্বিতীয় উইকেটকিপার-ব্যাটার হিসেবে থাকছেন ইশান কিষাণ। ফর্মের বিচারে ইশানকেই হয়তো শেষ অবধি উইকেটকিপার ব্যাটার হিসেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একাদশে দেখা যাবে। সেক্ষেত্রে একেবারে ফাইনালেই টেস্টে অভিষেক হবে ঝাড়খণ্ডের ২৪ বছরের বাঁ হাতি ব্যাটার-উইকেটকিপারের।

গতকাল, রবিবার আমেদাবাদে আইপিএলে অনবদ্য ইনিংস খেললেও ঋদ্ধির নাম বিবেচিত হল না। অথচ আইপিএলে ভাল খেলেই আজিঙ্কা রাহানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে শ্রেয়স আইয়ারের পরিবর্তে দলে ঢোকেন। জশপ্রীত বুমরা, ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ারের পর কেএল রাহুলও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে যাওয়ায় ভারতী শিবিরে চিন্তার ভাঁজ। আরও পড়ুন-এশিয়া কাপ ইস্যুতে বিসিসিআইয়ের পাশে শ্রীলঙ্কা, বাংলাদেশ

দেখুন টুইট

এদিকে, স্ট্যান্ডবাই হিসেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য ইংল্য়ান্ডে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে সূর্যকুমার যাদব, ঋতুরাজ গায়কোয়েড় ও বাংলার পেসার মুকেশ কুমারকে। আগামী ৭ জুন ওভালে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য ভারতীয় স্কোয়াড যেমন দাঁড়াল

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, আজিঙ্ক রাহানে, ইশান কিষাণ (উইকেটকিপার), শ্রীকর ভরত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট।

স্ট্যান্ডবাই ক্রিকেটার- সূর্যকুমার যাদব, ঋতুরাজ গায়কোয়েড়, মুকেশ কুমার।