KL Rahul. (Photo Credits:X)

KL Rahul 176 Runs: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর মুখে এ দলের জার্সিতে অবিশ্বাস্য ইনিংস খেললেন ভারতের তারকা ওপেনার কেএল রাহুল। শুক্রবার লখনৌয়ের অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে অস্ট্রেলিয়া এ (India A vs Australia  দলের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে জিততে হলে চতুর্থ ইনিংসে ভারতীয় এ দলকে করতে হত ৪১২ রান। যেখানে ভারতীয় এ দল প্রথম ইনিংসে মাত্র ১৯৪ রানে অল আউট হয়েছিল। কিন্তু অসম্ভবকে সম্ভব করে অবিশ্বাস্য ইনিংস খেলে ভারতীয় দলকে ৫ উইকেটে জেতালেন লোকেশ রাহুল ও সাই সুদর্শন। প্রথম ইনিংসে ২২৬ রানে পিছিয়ে থেকে ধ্রুব জুরেলের দল শেষ পর্যন্ত জিতে গেল অবিশ্বাস্য কায়দায়। দুই টেস্টের বেসরকারি এই টেস্ট সিরিজে ভারতীয় এ দল ১-০ জিতে নিল। রাহুল ২১০ বলে ১৭৬ রানের অপরাজিত ইনিংস খেলে দেশের এ দলকে অবিশ্বাস্য জয় এনে দেন। তিন নম্বরে নেমে সাই সুদর্শন ১০০ রানের দুরন্ত ইনিংস খেলেন। অধিনায়ক ধ্রুব জুরেল ৫৬ রানের ইনিংস খেলে দলের জয়ের কাজটা সহজ করে দেন। শেষের দিকে রাহুলকে যোগ্য সঙ্গত দেন নীতীশ কুমার রেড্ডি (১৬ অপরাজিত)। বৃহস্পতিবার থেকে আমেদাবাদে শুরু হতে চলা ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে নামছে টিম ইন্ডিয়া। তার আগে রাহুল, সাই বুঝিয়ে দিলেন তারা তৈরি।

৪টি ওভার বাউন্ডারি, ও ১৬টি বাউন্ডারি হাঁকিয়ে ১৭৬ রানে অপরাজিত থাকেন রাহুল

রাহুলের অবিশ্বাস্য ১৭৬ রানের ইনিংস সাজানো ছিল ৪টি ওভার বাউন্ডারি ও ১৬টি বাউন্ডারি দিয়ে। দেবদূত পাদিক্কাল (৫), মানব সুথার (৫)-রা রান না পেলেও রাহুল-সাইদের জন্যই জিততে অসুবিধা হয়নি ভারতীয় এ দলে। ম্যাচের সেরা হলেন কেএল রাহুল।

দুরন্ত জয় ভারতীয় এ দলের

প্রথম ইনিংসে ৭৫ রানের এদিন ১০০ রান করে আউট হন সাই সুদর্শন

এদিন জগদীশন (৩৬)-এর আউটের পর তিনে নামা সাই সুদর্শনের হয়ে দলের ইনিংস এগিয়ে নিয়ে যেতে থাকেন ভারতের তারকা ওপেনার। ভারতীয় এ দলকে জিততে হলে আরও ১৪৫ রান করতে হবে, হাতে ৬ উইকেট। প্রথম ইনিংসে ভারতীয় এ দল ২২৬ রানে পিছিয়ে ছিল। অস্ট্রেলিয়া এ দলের ৪২০ রানের জবাবে ভারতীয় এ দলের ইনিংস মাত্র ১৯৪ রানে গুটিয়ে গিয়েছিল। এরপর তাদের দ্বিতীয় ইনিংস অজি এ দলের ইনিংস মাত্র ১৮৫ রানে শেষ হয়ে যায়। জিততে হলে চতুর্থ ইনিংসে ৪১২ রান তাড়া করতে হবে এমন শর্তে খেলতে নেমে রাহুল ও সাই সুদর্শন দারুণ খেলছেন।

এবার মঙ্গলবার থেকে কানপুরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি ভারত এ ও অস্ট্রেলিয়া এ দল

লখনৌয়ের অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে এদিন দুই টেস্টের বেসরকারী টেস্ট ২-১ জিতল টিম ইন্ডিয়ার এ দল। প্রথম টেস্ট ড্র হওয়ার পর, দ্বিতীয় টেস্টে জুরেলের দল ৫ উইকেটে অবিশ্বাস্য জয় পেয়ে সিরিজ পকেটে নিল। ভারতীয় এ ও অস্ট্রেলিয়া এ দল এবার ৩০ সেপ্টেম্বর, মঙ্গলবার থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলবে কানপুরে।