Photo Credits: Twitter

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আগামী শুক্রবার থেকে শুরু হতে চলা ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচে অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়া-দের বিশ্রাম দেওয়া হল। তবে এশিয়া কাপ জয়ী দলের বাকি সবাইকে রেখেই অজি সিরিজের দল গড়া হল। দল ঘোষণায় সবচেয়ে বড় চমক রবিচন্দ্রন অশ্বিনের নাম। এশিয়া কাপ জেতার পাঁচ দিনের মধ্যেই দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে নামছে ভারত। আর তিন ম্য়াচের ওয়ানডে সিরিজের প্রথম দুটি খেলায় ভারতীয় দলকে নেতৃত্বে দেবেন লোকেশ রাহুল। সহ অধিনায়ক করা হল রবীন্দ্র জাদেজাকে।

তবে এই সিরিজের শেষ ম্যাচে অধিনায়ক হিসেবে খেলবেন রোহিত শর্মা। দলে ফিরবেন বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া-ও। শেষ ম্যাচে রোহিতরা ফেরায় বাদ পড়বেন রবিচন্দ্রন অশ্বিন, ঋতুরাজ গায়কোয়েড় ও তিলক ভর্মা। আরও পড়ুন-এশিয়া কাপের ফাইনালে জয়ের পর রোহিত শর্মার মজার বক্তব্য সাংবাদিক সম্মেলনে (দেখুন ভিডিও)

চোট সারিয়ে এশিয়া কাপের সুপার ফোর থেকে খেলতে নেমে নজর কাড়া পারফরম্যান্স করেছেন রাহুল। কলম্বোয় এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি করেছিলেন তিনি।

অজি সিরিজে ভারতীয় দলে সবচেয়ে বড় চমক রবিচন্দ্রন অশ্বিনের অন্তর্ভুক্তি। দীর্ঘ ২১ মাস পর ওয়ানডে দলে জায়গা পেলেন অশ্বিন। এশিয়া কাপের ম্যাচে চোট পান স্পিনার অলরাউন্ডার অক্ষর প্যাটেল। অক্ষরের পরিবর্তে ফাইনালে খেলানো হয় ওয়াশিংটন সুন্দরকে। কিন্তু শেষ অবধি বিশ্বকাপে অক্ষর প্য়াটেলকে খেলতে না পারলে, তাঁর পরিবর্তে অশ্বিনকে নেওয়া হয় কি না সেই জল্পনা উস্কে গেল। অজিদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে দারুণ কিছু করতে পারলে অশ্বিনের বিশ্বকাপে খেলার দরজা খোলে কি না সেটাই দেখার। এশিয়া কাপের সেরা খেলোয়াড় হওয়া কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দরের সঙ্গে অশ্বিনকে স্পিনার হিসেবে রাখা হল। রোহিত শর্মার জায়গায় দলে নেওয়া হল ঋতুরাজ গায়কোয়েড়কে। এশিয়ান গেমসে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে রাখা হয়েছে ঋতুরাজকে। তার আগে অজিদের বিরুদ্ধে খেলবেন ঋতু। এশিয়া কাপ জয়ী দলের সদস্য তিলক ভর্মা, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ারদেরও প্রত্যাশিতভাবে স্কোয়াডে রাখা হয়েছে।

দেখুন বিসিসিআইয়ের টুইট

বিশ্বকাপের দলে না থাকলেও প্রসিধ কৃষ্ণাকে কামিন্সদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ১৫ জনের স্কোয়াডে রাখা হল। বুমরা, সিরাজ, সামি, শার্দুলদের সঙ্গে পঞ্চম পেসার হিসেবে ভারতীয় স্কোয়াডে থাকলেন চোট সারিয়ে ফেরা প্রসিধ কৃষ্ণা।

বিশ্বকাপের ঠিক আগে প্রস্তুতি হিসেবে ২২ সেপ্টেম্বর, শুক্রবার মোহালিতে ভারত-অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ম্যাচটি হবে যথাক্রমে ২৪ সেপ্টেম্বর (ইন্দোর) ও ২৭ সেপ্টেম্বর (রাজকোট)। বিশ্বকাপে রাউন্ড রবীন লিগে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ হবে ৮ অক্টোবর, চেন্নাইয়ে।

প্রথম দুটি ম্যাচের জন্য ঘোষিত ১৫ জনের ভারতীয়  দল- কেএল রাহুল (অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়েড়, শুভমন গিল, শ্রেয়স আইয়ার, তিলক ভর্মা, সূর্যকুমার যাদব, ইশান কিষাণ, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর, জশপ্রীত বুমরা, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা।

সিরিজের শেষ ম্যাচের জন্য ঘোষিত দল- রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, কেএল রাহুল (অধিনায়ক), শুভমন গিল, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, ইশান কিষাণ, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল (ফিট থাকলে), শার্দুল ঠাকুর, জশপ্রীত বুমরা, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ।

সিরিজের সূচি

প্রথম ম্যাচ: ২২ সেপ্টেম্বর, শুক্রবার, মোহালি

দ্বিতীয় ম্যাচ: ২৪ সেপ্টেম্বর, রবিবার, ইন্দোর

তৃতীয় ম্যাচ: ২৭ সেপ্টেম্বর, বুধবার, রাজকোট

(তিন খেলাই দুপুর ২টো থেকে শুরু। খেলা সরাসরি জিও সিনেমা অ্যাপে)