KL Rahul Hits Century. (Photo Credits: X)

KL Rahul Lords Century: লর্ডস টেস্টের তৃতীয় দিনের লাঞ্চের পরেই সেঞ্চুরি পূর্ণ করে ফেললেন ভারতের তারকা ওপেনার কেএল রাহুল (Rahul)। টেস্ট ক্রিকেটে তাঁর দশম সেঞ্চুরিটা এদিন করলেন রাহুল। লর্ডসে (Lords) রাহুলের এটি দ্বিতীয় সেঞ্চুরি। প্রথম ভারতীয় হিসেবে ক্রিকেটের মক্কায় দুটি টেস্ট সেঞ্চুরি হাঁকালেন রাহুল। তবে সেঞ্চুরি করার ঠিক পরেই ব্যক্তিগত ১০০ রান করে ইংল্যান্ডের স্পিনার শোয়েব বাশিরের বলে আউট হয়ে যান রাহুল। ২৪৮ রানে ৩ থেকে ঋষভ পন্থ ও কেএল রাহুলের উইকেট হারিয়ে ৫ উইকেটে ২৫৪ হয়ে গেল টিম ইন্ডিয়া। এখনও ইংল্য়ান্ডের থেকে ১৩৩ রান পিছিয়ে টিম ইন্ডিয়া। খেলছেন দুই অলরাউন্ডার- রবীন্দ্র জাদেজা-নীতীশ রেড্ডি।

রাহুলের ১০টি টেস্ট সেঞ্চুরির ৯টিই বিদেশের মাটিতে

রাহুলের কেরিয়ারের ১০টি টেস্ট সেঞ্চুরির মধ্যে ৯টিই বিদেশের মাটিতে। ইংল্যান্ডের মাটিতে এটি তাঁর চতুর্থ টেস্ট সেঞ্চুরি। ইংল্যান্ডের মাটিতে রাহুলের এটি ষষ্ঠ আন্তর্জাতিক সেঞ্চুরি। এদিন লর্ডসে ১৩টি বাউন্ডারি হাঁকিয়ে ১৭৭ বলের ধৈর্যশীল, দায়িত্বপূর্ণ ইনিংস খেলে লর্ডসে ব্যাট তুললেন রাহুল। এর আগে ২০২১ সালের অগাস্ট ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে লর্ডসে ১২৯ রানের ইনিংস খেলেছিলেন কর্ণাটকের এই তারকা ওপেনার।

রাহুলের দশম টেস্ট সেঞ্চুরি

লিডস টেস্টের দ্বিতীয় ইনিংসে রাহুল করেছিলেন ১৩৭ রান

চলতি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে রাহুলের এটি দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। এর আগে লিডস টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৩৭ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন। বার্মিংহ্যাম টেস্টের দ্বিতীয় ইনিংসে রাহুল ৫৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংসও খেলেছিলেন। লাঞ্চের ঠিক আগে ঋষভ পন্থের অত্যন্ত দুর্ভাগ্যজনক রান আউটের ধাক্কা কাটিয়ে উঠে লড়ছেন রাহুল-জাদেজা। অনবদ্য ইনিংস খেলা পন্থ ব্যক্তিগত ৭৪ রানে রান আউট হন। চতুর্থ উইকেটে রাহুল-পন্থ ১৪১ রানের অনবদ্য পার্টনারশিপ করেন।