KL Rahul. (Photo Credits:X)

KL Rahul Century: ইংল্যান্ড সফরের ফর্মটা দেশে নিয়ে এলেন ভারতের তারকা ওপেনার কেএল রাহুল। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies 1stTest) বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে লাঞ্চের ঠিক আগে সেঞ্চুরি করলেন রাহুল। টেস্টে এটি তাঁর ১১তম সেঞ্চুরি। গত জুলাইয়ে লর্ডস টেস্টের প্রথম ইনিংসে রাহুল ১০০ রান করে আউট হয়েছিলেন, এদিনও ঠিক ১০০ করেই ঐআউট হয়ে গেলেন। আনকোড়া ক্যারিবিয়ান বাঁ হাতি স্পিনার জোমেল ওয়ারিকানের বলে আউট হন রাহুল। তাঁর ১০০ রানের ইনিংস সাজানো ছিল ১২টি বাউন্ডারিতে। তার আগে ঠিক ৫০ রান করে আউট হয়েছিলেন অধিনায়ক শুভমন গিল। এখনও পর্যন্ত টিম ইন্ডিয়ার প্রথম ইনিংসের লিড ৭০ রানের, হাতে এখনও ৬ উইকেট।

১৯৭ বলে ১০০ রান করে আউট হন রাহুল

প্রথম ইনিংস করা ওয়েস্ট ইন্ডিজের করা ১৬২ রানের জবাবে টিম ইন্ডিয়া ২১৮ রানে ৪ উইকেট হারায়। এরপর জুটি বেঁধে লড়ছেন উইকেটকিপার-ব্যাটার ধ্রুব জুরেল ও বহু যুদ্ধের নায়ক রবীন্দ্র জাদেজা। টিম ইন্ডিয়ার যে চারজন আউট হয়েছেন তাঁরা হলে- যশস্বী জয়সওয়াল (৩৬), সাই সুদর্শন (৭), শুভমন গিল (৫০) ও কে এল রাহুল (১০০)। জুরেল-জাদেজা জুটি এখন ক্রিজে রয়েছেন। এরপর নামবেন ওয়াশিংটন সুন্দর, নীতীশ কুমার রেড্ডি। টেলেন্ডার হিসাবে আছেন কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ।

সেঞ্চুরির পর রাহুলের উচ্ছ্বাস

ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস শেষ হয় ১৬২ রানে, প্রথম দিনের শেষ টিম ইন্ডিয়ার স্কোর ছিল ২ উইকেটে ১২১ রান

গতকাল, টেস্টের প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস শেষ হয়েছিল ১৬২ রানে, জবাবে ব্যাট করতে নেমে ভারত ৯০ রানে ২ উইকেট হারিয়ে ছিল। আউট হয়েছিলেন ওপেনার যশস্বী জয়সওয়াল (৩৬) ও তিন নম্বরে নামা সাই সুদর্শন (৭)। সেখান থেকে কেএল রাহুল ও অধিনায়ক শুভমন গিল ভাল পার্টনারশিপ শুরু করেন। প্রথম দিনের শেষে টিম ইন্ডিয়ার রান ছিল ২ উইকেটে ১২১। রাহুল ৫০ ও গিল ১৮ রানে অপরাজিত ছিলেন। টেস্টের প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস মাত্র ১৬২ রানে শেষ হয়েছিল। ৪৪.১ ওভারেই গুঁটিয়ে যায় চেজদের ইনিংস। আনকোড়া ব্যাটিং নিয়ে খেলতে নেমে মহম্মদ সিরাজদের বলের সামনে লজ্জার মুখে পড়ে ক্যারিবিয়ানদের ইনিংস। ইংল্যান্ড সফরের আগুন নিজের দেশের মাটিতে ধরে রেখে ৪০ রান দিয়ে ৪ উইকেট নেন সিরাজ। জসপ্রীত বুমরা ৩টি, কুলদীপ যাদব ২টি ও ওয়াশিংটন সুন্দর ১টি উইকেট নেন।