
KL Rahul Century: আগামী ২০ জুন থেকে এজবাস্টনে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্টের সিরিজ। তার আগে ভারতীয় সমর্থকদের জন্য দারুণ সুখবর। ইংল্যান্ডে প্রস্তুতি ম্য়াচে খেলতে নেমেই দুরন্ত সেঞ্চুরি হাঁকালেন কেএল রাহুল। টেস্টে সিরিজে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেন করতে চলেছেন রাহুল। তার আগে নর্থাম্পটনে শক্তিশালী ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ১১৬ রানের সুন্দর ইনিংস খেললেন রাহুল। এদিন ভারতীয় এ দলের হয়ে ওপেন করতে নামেন যশস্বী ও রাহুল। ইংল্যান্ডের তারকা পেসার ক্রিস ওকসের বলে এলবি হয়ে যশস্বী (১৭) শুরুতে আউট হয়ে যান। তিনে নেমে দ্রুত ফিরে যান এ দলের অধিনায়ক অভিমন্য়ু ঈশ্বরণ (১১)।
বাংলার তারকা ব্য়াটার অভিমন্যুও ওকসের বলে এলবি আউট হন। এরপর করুণ নায়ার ও ধ্রুব জুরেলের সঙ্গে দারুণ লড়ে রাহুল সেঞ্চুরি পূর্ণ করেন। গত ম্য়াচে ২০৪ রানের অবিশ্বাস্য ইনিংস খেলা করুণ নায়ার (৪০) এদিন ওকসের বলে এলবি। পাঁচে নেমে ভাল ইনিংস খেলেন উইকেটকিপার-ব্যাটার ধ্রুব জুরেল (৫২)। ১টি ওভার বাউন্ডারি, ১৫টি বাউন্ডারি হাঁকিয়ে আউট হয়ে যান ১১৬ বলে ১৬৮ রানে আউট হয়ে যান রাহুল।
ইংল্যান্ডের ৫৭টি টেস্ট, শতাধিক ওয়ানডে ম্য়াচ খেলা ক্রিস ওকসের বলে ভারতীয় এ দলের তিনজন ব্য়াটার এলবি হন- যশস্বী জয়সওয়াল, অভিমন্যু ঈশ্বরণ ও করুণ নায়ার। এই বিষয়টা ইংল্য়ান্ডের সবুজ পিচে ভারতীয় ব্যাটারদের ফুটওয়ার্ক নিয়ে সতর্ক হওয়ার সাবধানবাণী শুনিয়ে গেল। বৃষ্টির জন্য এদিনের খেলা বেশ কিছুটা সময় ব্যাহত হয়।