Kolkata: Players of Kolkata Knight Riders (KKR) during the team's practice session at Eden Gardens in Kolkata on April 5, 2018. (Photo: Kuntal Chakrabarty/IANS)

আবুধাবি, ২০ সেপ্টেম্বর: আজ, সোমবার সন্ধ্যায় সংযুক্ত আরবআমিরশাহিতে (UAE) আইপিএল ২০২১-এর অভিযান শুরু করছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। করোনার (Covid) কারণে বন্ধ হয়ে যাওয়ায় ভারতে আয়োজিত আইপিএল (IPL) ২০২১-র প্রথম পর্বে নাইটরা একেবারেই হতাশ করে। শাহরুখ খানের দল ৭টা ম্যাচ খেলে জেতে মাত্র দুটিতে। এবার তাদের অষ্টম ম্যাচে আবুধাবিতে কেকেআর-এর প্রতিপক্ষ আরসিবি (RCB)। যে আরসিবি বিরাট কোহলি Virat Kohli)- র অধিনায়কত্বে শেষবার আইপিএলে খেলছেন। কেকেআর ম্যাচের আগের দিন বিরাট কোহলি ঘোষণা করেন এবারই তিনি শেষবার আরসিবি-কে নেতৃত্ব দেবেন। তার মানে অধিনায়ক হিসেবে আইপিএল জেতার এটাই শেষ সুযোগ বিরাটের। ফলে একটা অতিরিক্ত তাগিদ থাকবে।

আরসিবি চলতি আইপিএলে সাতটা ম্যাচ খেলে পাঁচটাতে জিতেছে। আজ ইয়ন মর্গ্যানের দলকে হারাতে পারলে প্লে অফের পথে অনেকটা এগিয়ে যাবেন বিরাটরা। আইপিএল প্লে অফে ওঠার বেঞ্চ মার্ক পয়েন্ট ১৬। কেকেআর এখন যে জায়াগয় দাঁড়িয়ে সেখান থেকে তাদের আগামী ৭টা ম্যাচের মধ্যে ৬টা জিততে হবে। ফলে কার্যত নক আউট টুর্নামেন্ট খেলতে আরবমুলুকে এসেছেন কার্তিক-মরগ্যান-নারিন-রাসেলরা। আরও পড়ুন: আইপিএলের মাঝে কাল পাকিস্তানে যাচ্ছেন ক্রিস গেইল! কিন্তু কেন

দেখে নেওয়া যাক সোমবার কেকেআর-আরসিবি ম্যাচের আগে দেখে নেওয়া যাক বিভিন্ন বিষয়-

মুখোমুখি সাক্ষাত

আইপিএলের ইতিহাসে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মোট ২৭বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে কেকেআর ১৪টি ম্যাচে জিতেছে, আর আরসিবি জিতেছে ১৩টি-তে। পরিসংখ্যানেও পরিষ্কার দুটি দলের লড়াই কতটা হাড্ডাহাড্ডি হয়।

নজর কাদের দিকে

আরসিবি মানেই বিরাট কোহলি আর এবি ডেভিলিয়ার্স। সঙ্গে তো গ্লেন ম্যাক্সওয়েল আছেনই। তবে এবার দেবদত্ত পাদদ্দিকাল, মহম্মদ সিরাজের দিকেও বিশেষ নজর থাকবে। আর কেকেআর-এর তারকা আন্দ্রে রাসেল, শুভমন গিল ম্যাচের রঙ বদলে দিতে পারেন।

কবে কখন থেকে শুরু হবে এই ম্যাচ

কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ আজ ২০ সেপ্টেম্বর, সোমবার ভারতীয় সময় সন্ধ্যা ৭.৩০টা থেকে শুরু হবে খেলা। টস হবে সন্ধ্যা ৭টায়।

কেকেআর বনাম আরসিবি ম্যাচ কোন টিভি চ্যানেলে সরাসরি দেখানো হবে?

স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেল স্টার স্পোর্টস ১/এইচডি, স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি ১ সহ স্টারের বিভিন্ন চ্যানেলে সরাসরি দেখা যাবে খেলা। বাংলা ধারাভাষ্যে সরাসরি খেলা দেখা যাবে স্টার স্পোর্টস ১ বাংলা চ্যানেলে।

অনলাইনে কীভাবে দেখা যাবে এই খেলা

ডিজনি+হটস্টারের মাধ্যমে সরাসরি দেখা যাবে এই ম্যাচ।

দু দলের সম্ভাব্য প্রথম একাদশ

কলকাতা নাইট রাইডার্স-শুভমন গিল, রাহুল ত্রিপাঠি, নীতীশ রানা, ইয়ন মরগ্যান (অধিনায়ক), দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, টিম সাউদি, প্রসিধ কৃষ্ণা, বরুণ চক্রবর্তী, কমলেশ নাগারকোটি।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: বিরাট কোহলি (অধিনায়ক), দেবদত্ত পাদিক্কাল, এবি ডেভিলিয়ার্স, গ্লেন ম্যাক্সওয়েল, রজত পাতিদার, পবন দেশপাণ্ডে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, হর্ষল প্যাটেল, কেইল জেমিসন, যুজবেন্দ্র চাহা, মহম্মদ সিরাজ।