KKR New Jersy (Photo Credit: Instagram)

KKR vs LSG IPL 2025 Live Streaming: মুখোমুখি শাহরুখ খানের নাইট রাইডার্স ও সঞ্জীব গোয়েঙ্কার সুপার জায়েন্টস। এবার লখনৌয়ের সবচেয়ে বড় আকর্ষণ নিলামে সাড়ে ২৭ কোটি টাকার ঋষভ পন্থ। কিন্তু দিল্লি থেকে লখনৌয়ে এসে এখনও একেবারেই চলছেন না পন্থ। ব্যাটে রানা নেই। উইকেটের পিছনে মিস করছেন। তবে ইডেনে রাহানের বিরুদ্ধে ম্যাচ থেকেই ঘুরে দাঁড়ানোর চেষ্টায় পন্থ।

অন্যদিকে, চলতি আইপিএলে চারটি খেলে দুটিতে জেতা আজিঙ্কা রাহানের কলকাতার সবচেয়ে বড় সমস্যা হল ধারাবাহিকতা। চলতি আইপএলে রাহানে-দের একটা ম্যাচে দেখলে মনে হচ্ছে খারাপ দল, আবার পরের ম্যাচেই এক ভাল খেলছেন মনে হচ্ছে এই দলটাই গতবার আইপিএল জিতেছিল। ইডেনে বেঙ্গালুরুর বিরুদ্ধে ৭ উইকেটের জঘন্য হার দিয়ে এবারের আইপিএল শুরু করে, অসমে দুরন্ত খেলে রাজস্থানকে ৮ উইকেটে হারান রাহানে-রা। তবে তারপরই ওয়াংখেড়েতে একেবারে খারাপ খেলে মুম্বইয়ের কাছে ৮ উইকেটে হারে শাহরুখ খানের দল। তবে গত বুধবার গুয়াহাটিতে সান রাইডার্সের বিরুদ্ধে নিখুঁত ক্রিকেট খেলে ৮০ রানের বিরাট জয়ে আত্মবিশ্বাস ফিরেছে রাহানেদের। এবার আর জয়-পরাজয়ের নাগরদোলায় উঠে জেতার অভ্য়াস থেকে দূরে থাকতে চাইছে না রাহানেরা। অনেকটা কলকাতার মতই লখনৌও ধারাবাহিকতার অভাবে ভুগছে।

আইপিএল ২০২৫ সম্প্রচার সূচি

কবে, কোথায় আয়োজিত হবে কলকাতা নাইট রাইডার্স বনাম লখনৌ সুপার জায়েন্টস-এর মধ্যে, আইপিএল ২০২৫ ম্যাচ?

মঙ্গলবার, ৮ এপ্রিল কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে (Eden Gardens, Kolkata) আয়োজিত হবে নাইট রাইডার্স বনাম লখনৌ সুপার জায়েন্টস-এর মধ্যে, আইপিএল ২০২৫ ম্যাচ।

কখন থেকে শুরু হবে কলকাতা বনাম লখনৌ, আইপিএল ২০২৫ ম্যাচ?

কলকাতা (KKR) বনাম লখনৌ (LSG), আইপিএল ২০২৫ ম্যাচ ভারতীয় সময় দুপুর সাড়ে ৩টে থেকে শুরু হবে।

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন কলকাতা বনাম লখনৌ, আইপিএল ২০২৫ ম্যাচ?

নাইট রাইডার্স বনাম লখনৌ সুপার জায়েন্টস-এর মধ্যে, আইপিএল ২০২৫ ম্যাচ স্টার স্পোর্টস নেটওয়ার্কের (Star Sports Network) বিভিন্ন চ্য়ানেলে সরসারি টিভিতে সম্প্রচার করা হচ্ছে।।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন কলকাতা বনাম লখনৌ, আইপিএল ২০২৫ ম্যাচ?

কলকাতা বনাম লখনৌ, আইপিএল ২০২৫ ম্যাচ ভারতে অনলাইনে সম্প্রচার করা হচ্ছে জিও হটস্টার (JioHotstar) অ্যাপে।