IPL 2022: ডি ককের সেঞ্চুরিতে ছত্রভঙ্গ KKR, ২১০ রানের অপরাজিত ওপেনিং পার্টনারশিপে কাহিল কলকাতা
Quinton de Kock. (Photo Credits: Twitter)

নবি মুম্বই, ১৮ মে: পুরো ২০ ওভার বল করে লখনৌ সুপার জায়েন্টস-এর একটা উইকেটও তুলতে পারল না কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)-এর বোলাররা। বুধবার নবি মুম্বইয়ে কলকাতার বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে লখনৌ নির্ধারিত ২০ ওভারে করল বিনা উইকেটে ২১০ রান। লখনৌয়ের দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ক্যুইন্টন ডি কক ৭০ বলে ১৪০ রানের অপরাজিত অবিশ্বাস্য ইনিংস খেললেন। লখনৌয়ের অধিনায়ক লোকেশ রাহুল ৫১ বলে ৬৮ রানে অপরাজিত থাকলেন। ডি কক ১০টা ওভার বাউন্ডারি, ১০টা বাউন্ডারি হাঁকালেন। মানে ডি ককের ইনিংসের ঠিক ১০০টা রান এল বলকে বাউন্ডারি পার করে। চলতি আইপিএলে এটি চতুর্থ সেঞ্চুরি ইনিংস। এর আগে চলতি আইপিএলে রাজস্থানের জোস বাটলার দুটি, লখনৌ অধিনায়ক লোকেশ রাহুল একটি সেঞ্চুরি করেছিলেন।

রাহুল হাঁকালেন ৪টি ওভার বাউন্ডারি, ৩টি বাউন্ডারি। আইপিএলের ইতিহাসে কলকাতার বোলারদের সবচেয়ে খারাপ দিনে হতাশার স্পেল উপহার দিলেন প্রায় সবাই। খারাপদের মধ্যে সবচেয়ে খারাপ স্পেল টিম সাউদি-র। ৪ ওভারে কিউই পেসার সাউদি দিলেন ৫৭ রান। রাসেল ৩ ওভারে দিলেন ৪৫ রান। মন্দের ভাল সুনীল নারিন (৪ ওভারে ২৭)। আরও পড়ুন: Kane Williamson: সন্তানের জন্মের খবর পেয়ে দেশে ফিরলেন কেন উইলিয়ামসন, শেষ খেলায় ক্যাপ্টেনকে পাচ্ছে না সানরাইজার্স

কেকেআর-এর টুইট

টুর্নামেন্টে টিকে থাকতে কলকাতার চাই ২১১ রান। ডি কক-রাহুল যেভাবে রেকর্ড করে ২১০ রানের ওপেনিং পার্টনারশিপ গড়লেন, তারপর ফিল্ডিংয়ের সময় তলানিতে চলে যাওয়া মনোবল থেকে ঘুরে দাঁড়িয়ে এত বড় রান তাড়া করলে তাকে অবিশ্বাস্যই বলতে হবে। আসলে শুরুতে একগাদা ম্যাচ হেরে কলকাতার প্লে অফে ওঠা অবিশ্বাস্যই ছিল, এখন সেটায় আরও কথাটা বসল শুধু।