নবি মুম্বই, ১৮ মে: আইপিএলে (IPL 2022) আজ, বুধবার মরণবাঁচন ম্যাচ কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)-এর। নবি মুম্বইয়ে লখনৌ সুপার জায়েন্টস-এর কাছে হারলেই লিগ পর্যায় থেকেই বিদায় নেবে কলকাতা। বড় ব্যবধানে জিতলে প্লে অফের আশা থাকবে শাহরুখ খানের দলের। যদিও তখন প্লে অফে উঠতে হলে অন্য ম্যাচগুলির দিকে তাকিয়ে থাকতে হবে শ্রেয়স আইয়ারদের। এমন একটা গুরুত্বপূর্ণ ম্যাচ জিততে কলকাতা তাকিয়ে আন্দ্রে রাসেলের দিকে। রাসেলের সৌজন্যেই হায়াদ্রাবাদ ম্যাচে দারুণ জয় পেয়ে ১২ পয়েন্টে পৌঁছে টুর্নামেন্টে এখনও টিকে কলকাতা। চোট পেয়ে ছিটকে যাওয়া আজিঙ্কা রাহানের পরিবর্তে কলকাতার হয়ে কে ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে কে ওপেন করতে নামেন সেটাই দেখার।
এদিকে, প্লে অফে ওঠা নিশ্চিত হলেও প্রথম দুইয়ে থাকা নিশ্চিত করতে হলে লোকেশ রাহুলের লখনৌকে আজ জিততেই হবে। তা না হলে রাজস্থান শেষ ম্যাচে জিতলেই দুইয়ে শেষ করে কোয়ালিফায়ার ওয়ানে খেলার সুযোগ পেয়ে যাবে।
আর কোয়ালিফায়ার ওয়ানের ম্যাচটা জিতলেই মিলে যাবে ফাইনালে খেলার সুযোগ, আর হারলেও সরাসরি বিদায়ের ভয় থাকবে না। সেখানে লিগে তিন বা চারে থাকলে ফাইনালে উঠতে হলে প্লে অফের দুটি ম্যাচ।
কলকাতা বনাম লখনৌ ম্যাচটা কবে, কোথায়, কখন থেকে শুরু হবে
আইপিএলে ২০২২-এ কেকেআর বনাম লখনৌ ম্যাচটি ১৮ মে, বুধবার নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে হবে। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে ম্যাচ।
টিভিতে সরাসরি কোথায় দেখা যাবে
আইপিএলের অফিসিয়াল সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে সরাসরি দেখা যাবে ম্যাচ। স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস থ্রি, স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি-তে ইংরেজি, হিন্দি সহ নানা ভাষায় সরাসরি দেখা যাবে ম্যাচ। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হবে খেল। তার আগে এই খেলা নিয়ে চলবে বিশেষজ্ঞদের বিশ্লেষণ।
অনলাইনে কীভাবে দেখা যাবে খেলা
ডিজনি+হটস্টার-এর ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে সরাসরি দেখা যাবে খেলা।
এই খেলায় কার কী লক্ষ্য থাকবে
লখনৌয়ের লক্ষ্য থাকলে এই ম্যাচে জিতে ১৮ পয়েন্টে পৌঁছে যাওয়া। সেক্ষেত্রে লিগে প্রথম দুটি দলের মধ্যে থাকলে কোয়ালিফায়ার ওয়ানে খেলার সুযোগ মিলবে। কোয়ালিফায়ার ওয়ানের ম্যাচটা জিতলেই মিলে যাবে ফাইনালে খেলার সুযোগ, আর হারলেও সরাসরি বিদায়ের ভয় থাকবে না। সেখানে লিগে তিন বা চারে থাকলে ফাইনালে উঠতে হলে প্লে অফের দুটি ম্যাচ। অন্যদিকে, কলকাতাকে জিততেই হবে, তা না হলে আজই তারা বিদায় নেবে। প্লে অফে উঠতে হলে আজকে জেতার পর দিল্লি-মুম্বই ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে।