ইডেন গার্ডেন্সে টি টোয়েন্টি ক্রিকেটে এক ইনিংসে সর্বাধিক রানের ইনিংসের নজির গড়ল কলকাতা নাইট রাইডার্স। শুক্রবার সন্ধ্যায় পঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে কলকাতা করল ৬ উইকেটে ২৬১ রান। ইডেনে এই প্রথম আইপিএলে ২৫০ রানের ইনিংস হল। সৌজন্য কলকাতার দুই ওপেনার ফিল সল্ট ও সুনীল নারিনের বিস্ফোরক ইনিংস। সল্ট-নারিনের ৬২ বলে ১৩৮ রানের ওপেনিং পার্টনারশিপেই কলকাতার রেকর্ড রান করার ভিত গড়া হয়ে যায়। সল্ট আর নারিন এদিন ইডেনে যেন নিজেদের মধ্যে যেমন খুশি তেমন চার-ছক্কা হাঁকাও প্রতিযোগিতা শুরু করলেন। সেখানে কুরান, রাবাদা-দের কাজটা যেন শুধু বল বয়দের মত হয়ে দাঁড়ায়।
সল্ট ৩৭ বলে ৭৫ ও নারিন ৩২ বলে ৭১ রান করে। সল্ট মারেন ৬টি ওভার বাউন্ডারি, নারিন হাঁকান ৪টি। দু জনে মিলে ১৫টি বাউন্ডারিও মারেন। সল্ট-নারিনের গড়া মজবুত ভিতে এরপর ভেঙ্কটেশ আইয়ার (২৩ বলে ৩৯), আন্দ্রে রাসেল (১২ বলে ২৪) ও শ্রেয়স আইয়ার (১০ বলে ২৮) বড় রানের ইনিংস গড়েন। ইডেনের ভিআইপি বক্সে বসে শাহরুখ দেখলেন দলের ব্যাটাররা এক ইনিংসে হাঁকালেন ১৮টি ওভার বাউন্ডারি।
দেখুন পোস্ট
Time to switch modes from batting to bowling 🕹️ pic.twitter.com/Sl4M0WbCRr
— KolkataKnightRiders (@KKRiders) April 26, 2024
এবারের অষ্টম ইনিংসে কেকেআর-এর এটি পঞ্চম ২০০ প্লাস রানের ইনিংস। একটুর জন্য চলতি আইপিএলে বিশাখাপত্তনামে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ২৭২ রানের রেকর্ডটা এদিন ভাঙতে পারলেন না শ্রেয়স আইয়ার-রা। তবে ইডেনে এত বিস্ফোরক ইনিংস দেখেনি কলকাতা তথা বাংলার ক্রিকেটপ্রেমীরা। কলকাতায় একটু বৃষ্টির অপেক্ষায় চাতক পাখির মত অপেক্ষায় সবাই, কিন্তু সল্ট-নারিনরা এদিন চার-ছক্কার বর্ষণে নামিয়ে দিলেন।