KKR vs RCB. (Photo Credits: X)

আশা জাগিয়েও খুব বড় রানের ইনিংস গড়তে পারল না কেকেআর। একটা সময় ৯.৫ ওভারে ১ উইকেটে ১০৭ থেকে আরসিবি-র বিরুদ্ধে শেষ পর্যন্ত আজিঙ্কা রাহানেরা নির্ধারিত ২০ ওভারে করলেন ৮ উইকেটে ১৭৪ রান।প্রথমবার কেকেআর অধিনায়ক হিসেবে নেমে রাহানে (৩১ বলে ৫৬ রানের) নজর কাড়লেন। ২৫ বলে হাফ সেঞ্চুরি করা রাহানে এদিন ৪টি ওভার বাউন্ডারি ও ৬টি বাউন্ডারি হাঁকালেন। ২৬ বলে ৪৪ রানের দুরন্ত ইনিংস খেললেন নারিন। ব্যর্থ হলেন কুইন্টন ডি কক (৪), ভেঙ্কটেশ আইয়ার (৬), রিঙ্কু সিং (১২), আন্দ্রে রাসেল (৪)। ১ উইকেটে ১০৭ থেকে ১২৫ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে কেকেআর-এর খুব বড় রানের স্বপ্নে জল পড়ে যায়। ১৩ বলের মধ্যে আউট হয়ে যান নারিন, রাহানে, আইয়ার।

রাহানের দুরন্ত ব্যাটিং

নারিন, রাহানের আউটের ধাক্কা আর কাটিয়ে উঠতে পারল না কেকেআর। পাঁচ নম্বরে নেমে অঙ্গকৃশ রঘুবংশী (২২ বলে ৩০) ভাল না খেললে শাহরুখ খানের দলের রানটা এত দূর যেতে না। কঠিন জায়গা থেকে রজত পাতিদারের নেতৃত্বে খেলা আরসিবি-কে ম্যাচে ফেরালেন স্পিনার ক্রুনাল পান্ডিয়া। রাহানে, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং- কেকেআর ব্যাটিংয়ের তিন স্তম্ভকে আউট করেন ক্রুনাল (৩/২৯)। আরসিবি পেসার হ্যাজেলউড ২২ রানে ২টি উইকেট নেন। যশ দয়াল, রাসিখ সালাম ও সূয়েশ শর্মা ১টি করে উইকেট নেন।

দেখুন সরাসরি স্কোরবোর্ড

কেকেআর-এর প্রথম একাদশ-

ভেঙ্কটেশ আইয়ার, কুইন্টন ডি কক (উইকেটকিপার), আজিঙ্কা রাহানে (অধিনায়ক),অঙ্গকৃশ রঘুবংশী, রিঙ্কু সিং, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, স্পেনার জনসন।

আরসিবি-র প্রথম একাদশ-

বিরাট কোহলি,ফিল সল্ট (উইকেটকিপার), রজত পাতিদার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা, টিম ডেভিড, ক্রুনাল পান্ডিয়া, রাসিখ দার, সুয়েশ শর্মা, জোশ হ্যাজেলউ়ড, যশ দয়াল।