
RCB vs KKR: আইপিএল বন্ধের পর শুরু হয়েও মাঠে বল গড়াল না। শনিবার বেঙ্গালুরুতে প্রবল বৃষ্টিতে একটা বলও খেলা না হয়ে পরিত্যক্ত হয়ে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম কলকাতা নাইট রাইডার্স-এর বিরুদ্ধে ম্যাচটি। চিন্নাস্বামী স্টেডিয়ামে এদিন বৃষ্টির কারণে টস পর্যন্ত হল না। টেস্টে অবসর ঘোষণার পর বিরাট কোহলিকে মহা সংবর্ধনা দেওয়ার বেঙ্গালুরুর সমর্থকদের সব পরিকল্পনাও এদিন জলে গেল। এই ম্যাচ ভেস্তে যাওয়ার ফলে ১৩ ম্যাচে ১২ পয়েন্ট সংগ্রহ করে ৬ নম্বরে থাকা কলকাতার বিদায় সরকারীভাবে নিশ্চিত হল। এবারের আইপিএলে কলকাতার দুটি ম্যাচ বৃষ্টিতে গেল। এর আগে ইডেনে পঞ্জাব কিংসের বিরুদ্ধে রাহানেদের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়। সব মিলিয়ে চলতি আইপিএলে রাহানেরা ১২টি খেলে জিতেছেন মাত্র ৫টি-তে।
কলকাতার শেষে ম্যাচের প্রতিপক্ষ হায়দরাবাদ, গুরুত্বহীন খেলা
গতবারের চ্যাম্পিয়ন কেকেআর-এর লিগ পর্বে শেষ ম্যাচ হায়দরাবাদে সান রাইজার্সের বিরুদ্ধে, ২৫ মে। সেই ম্যাচে জিতলেও রাহানের প্লে অফে খেলার কোনও সুযোগ থাকছে না। অন্যদিকে, কলকাতার বিরুদ্ধে ম্যাচ ভেস্তে যাওয়ায় এক পয়েন্ট পয়ে শীর্ষস্থান ধরে রাখল আরসিবি (১২ ম্যাচে ১৭ পয়েন্ট)।
ছিটকে গেল কলকাতা
RCB vs KKR Match called off due to rain
Breaking - #KKR knocked out of playoff race
FANS WITH BIG POSTER AT CHINNASWAMY -
“ICONIC TRIBUTE from fans to Virat Kohli 👑📷 🕊️”. ❤️#i #IPL2025 #RCBvsKKR #Chinnaswamy #chinnaswamystadium #tribute pic.twitter.com/M6V7K5RQWK
— colourfulindia (@colourfulind) May 17, 2025
কোহলিরা ১৭ পয়েন্টে পৌঁছে গেলেও প্লে অফ এখনও পাকা নয়
তবে বিরাট কোহলিরা এখনও সরকারীভাবে প্লে অফে ওঠেননি। পয়েন্ট তালিকায় বেঙ্গালুরুর পিছনে আছে, এবং প্লে অফের দৌড়ে রয়েছে- গুজরাট (১১ ম্যাচে ১৬ পয়েন্ট), পঞ্জাব (১১ ম্য়াচে ১৫), মুম্বই (১২ ম্যাচে ১৪) ও দিল্লি (১১ ম্যাচে ১৩ পয়েন্ট)। আরসিবি-র লিগ পর্যায়ে শেষ দুটি ম্যাচ আগামী শুক্রবার, ২৩ মে ঘরের মাঠে সান রাইজার্স হায়দরাবাদ ও ২৭ মে লখনৌয়ে গিয়ে ঋষভ পন্থের সুপার জায়েন্টসের বিরুদ্ধে।
কোন কোন দল বিদায় নিয়েছে
কলকাতার পাশাপাশি ইতিমধ্যেই পাকাপাকিভাবে প্লে অফের লড়াই থেকে ছিটকে গিয়েছেন হায়দরাবাদ (৭ পয়েন্ট), রাজস্থান (৬ পয়েন্ট) ),চেন্নাই (৬ পয়েন্ট)। ১১ ম্যাচে ১০ পয়েন্টে দাঁড়িয়ে থাকা ঋষভ পন্থের লখনৌ সুপার জায়েন্টস তাদের শেষ তিনটি জিতলে প্লে অফে ওঠার একটা ক্ষীণ সুযোগ পাবে।