গতকাল, রবিবার আমেদাবাদে অবিশ্বাস্য ইনিংস খেলে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে জেতান কেকেআর-এর রিঙ্কু সিং (Rinku Singh)। ম্যাচের শেষ ওভারের শেষ পাঁচটা বলে ওভার বাউন্ডারি হাঁকিয়ে অসম্ভবকে সম্ভব বানিয়ে জেতান রিঙ্কু। রিঙ্কুর এমন অবিশ্বাস্য ইনিংসে জয়ের পর কেকেআর-এর ড্রেসিংরুমে বড় কথা বললেন দলের কোচ চন্দ্রকান্ত পন্ডিত।
কলকাতার কোচ বললেন, আমার ৪৩ বছরের ক্রিকেটিয় কেরিয়ারে, কখনও ক্রিকেটার, কখনও ঘরোয়া ক্রিকেটে, কখনও আন্তর্জাতিক মঞ্চে অনেক ম্য়াচ দেখেছি। কিন্তু যেভাবে গুজরাট টাইটান্সকে আমরা হারালাম তেমনটা সত্যি দেখিনি। আমি আগে এমন দুটি ইনিংস দেখিছি, যেটা অবিশ্বাস্যর চেয়েও বেশী কিছু মনে হয়েছে। তার মধ্যে একটা হল রঞ্জি ট্রফিতে রবি শাস্ত্রীর ওভারে ৬টা ওভার বাউন্ডারি হাঁকানো, আর দ্বিতীয়টা দুবাই পাকিস্তানের জাভেদ মিঁয়াদাদের শেষ বলে ছক্কা মেরে জেতানো। আর তারপর দেখলাম তোমাকে।"আরও পড়ুন-শেষ ওভারে টানা পাঁচটা ছক্কা হাঁকিয়ে রিঙ্কু সিং জেতালেন কেকেআরকে, ম্লান রশিদের হ্যাটট্রিকও
দেখুন চন্দ্রকান্ত পন্ডিতের বক্তব্যের ভিডিয়ো
What a speech by KKR Head Coach Chandrakant Pandit - excellent! pic.twitter.com/WWGkjFbjcE
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 10, 2023
রিঙ্কু সিংকে উদ্দেশ্য করে এমন কথাই বললেন চন্দ্রকান্ত পন্ডিত। কোচের কাছে এমন সার্টিফিকেট পাওয়ায় রিঙ্কুকে নিয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন অধিনায়ক নীতীশ রানা সহ সতীর্থ ক্রিকেটাররা। স্মরণীয় ইনিংস খেলায় রিঙ্কুকে বিশেষ স্মারক উপহারও দেন কেকেআর সিইও ভেঙ্কি মাইসুর। শেষ ওভারের প্রথম বলে সিঙ্গল নিয়ে রিঙ্কুকে স্ট্রাইক দেওয়া উমেশ যাদবের প্রশংসাও করেন কোচ। এরপর চন্দ্রকান্ত পন্ডিত এই স্মরণীয় জয়ের পিছনে ৪০ বলে ৮৩ রানের ইনিংস খেলা ভেঙ্কটেশ আইয়ার ও নীতীশ রানারদেরও অবদানের কথাও উল্লেখ করেন।