আইপিএল ২০২৩-র অভিযান শুরু করছে নীতীশ রানার নেতৃত্বে খেলা কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। চোট থাকায় এবারের আইপিএলে খেলছেন শ্রেয়স আইয়ার। শনিবার দুপুরে মোহালিতে টসে জিতে প্রথম পঞ্জাব কিংস-কে ব্যাট করতে পাঠালেন কেকেআর অধিনায়ক নীতীশ রানা। কেকেআর-এর জার্সিতে আইপিএলে অভিষেক হল আফগানিস্তানের উইকেটকিপার- ওপেনার রহমানল্লুা গুরবাজ।
গুরবাজের পাশাপাশি কেকেআর-এর আজ বাকি তিন বিদেশী হল আন্দ্রে রাসেল, সুনীল নারিন ও কিউই পেসার টিম সাউদি। বোলারে ঠাসা কেকেআর-এর পেস আক্রমণে আছেন সাউদি, উমেশ যাদব ও শার্দুল ঠাকুর। আবার স্পিন আক্রমণে নারিন, বরুণ চক্রবর্তীর সঙ্গে থাকছেন স্পিনার-অলরাউন্ডার অঙ্কুল রয়।
গুরবাজের সঙ্গে ওপেন করতে দেখা যাবে মনদীপ সিংকে। তিনে অধিনায়ক নীতীশ রানা। মিডল অর্ডারে রিঙ্কু সিং, আন্দ্র রাসেল। এরপর অলরাউন্ডার হিসেবে আছেন নারিন, শার্দুল, অঙ্কুল। আরও
দেখুন ছবিতে কেকেআর একাদশ
𝘼𝙢𝙖𝙙𝙚𝙧 𝙖𝙟𝙠𝙚𝙧 𝙆𝙣𝙞𝙜𝙝𝙩𝙨! 💜#PBKSvKKR | #AmiKKR | #TATAIPL 2023 | @MyFab11Official pic.twitter.com/HSPbO4ZL5V
— KolkataKnightRiders (@KKRiders) April 1, 2023
অন্যদিকে, শিখর ধাওয়ানের নেতৃত্বে খেলা পঞ্জাব কিংসের হয়ে অভিষেক হল জিম্বাবোয়ের তারকা সিকান্দার রাজার।
কেকেআর একাদশ- গুরবাজ, মনদীপ সিং, নীতীশ রানা (অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, শার্দুল ঠাকুর, সুনীল নারিন, টিম সাউদি, অঙ্কুল রয়, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী।
কেকেআর-এর চার বিদেশী- আন্দ্রে রাসেল, সুনীল নারিন, গুরবাজ, টিম সাউদি।
পঞ্জাবের একাদশ- শিখর ধওয়ান (অধিনায়ক), প্রভসিমরন সিং, ভানুকা রাজাপেক্ষা, জিতেশ শর্মা, স্যাম কুরান, সিকান্দার রাজা, শাহরুখ খান, হরপ্রীত ব্রার, রাহুল চাহার, আর্শদীপ সিং, নাথান এলিস।
পঞ্জাব কিংসের চার বিদেশী- রাজাপাক্ষে, কুরান, সিকান্দার রাজা, এলিস।