KKR Coach Chandrakant Pandit Resigned: কেকেআর-এর হেড কোচের পদ থেকে সরে দাঁড়ালেন আইপিএল জয়ী চন্দ্রকান্ত পন্ডিত। নাইটদের তিনটি মরসুম কোচিং করানোর পর চন্দ্রকান্ত পন্ডিত এবার বেগুনি শিবিরের হেডস্যারের পদ থেকে ইস্তফা দিলেন। ২০২৪ আইপিএলে চন্দ্রকান্ত পন্ডিতের কোচিংয়েই শ্রেয়স আইয়ারের নেতৃত্বে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু নাইটদের সেই কাপ জয়ের কৃতিত্বের সিংহভাগই নিয়ে চলে গিয়েছিলেন মেন্টর গৌতম গম্ভীর। গম্ভীর জাতীয় দলের কোচ হওয়ার পর, নাইটদের ফের সফলতা দেওয়ার ভার পড়েছিল একা চন্দ্রকান্ত পন্ডিতের ওপরেই। কিন্তু এবারের আইপিএলে নাইটরা খারাপ খেলেন।
এবারের আইপিএলে আট নম্বরে শেষ করে নাইটরা
২০২৪ আইপিএলের চ্যাম্পিয়ন কলকাতা এবার লিগ তালিকায় আট নম্বরে শেষ করে। আজিঙ্কা রাহানেরা মাত্র ৫টি ম্যাচ জিতেছিলেন। তখন থেকেই জল্পনা ছিল কোচ চন্দ্রকান্তের ইস্তফা নিয়ে। ২০২৩ আইপিএলে প্রথমবার কলকাতা নাইট রাইডার্সের হেড কোচ হয়ে এসেছিলেন চন্দ্রকান্ত। কিন্তু শ্রেয়স আইয়ারের অনুপস্থিতিতে আনকোড়া নীতীশ রানের নেতৃত্ব দিয়ে ব্যর্থ হয় কলকাতা।
দেখুন কোচ চন্দ্রকান্ত পন্ডিতের সরে দাঁড়ানো নিয়ে কী লিখল KKR
We wish you the best for your future endeavours, Chandu Sir 🤗
PS: Once a Knight, always a Knight. Kolkata will always be your home 💜 pic.twitter.com/GF0LxX5fIz
— KolkataKnightRiders (@KKRiders) July 29, 2025
এবার কি সরবেন অধিনায়ক রাহানে?
এবার অনেকেরই প্রশ্ন, কোচ চন্দ্রকান্ত পন্ডিতের পর এবার কি অধিনায়কের পদ ছাড়বেন আজিঙ্কা রাহানে? ২০২৬ আইপিএলে কি নতুন কোচ ও অধিনায়ক নিয়েই নামবে শাহরুখ খানের দল? কোচ চন্দ্রকান্ত পন্ডিতের সরে দাঁড়ানোর কথা জানিয়ে এক্স প্ল্যাটফর্মে কলকাতা নাইট রাইডার্স লিখল,"চান্দু স্যার, আপনার ভবিষ্যতের সকল প্রচেষ্টার জন্য আমরা আপনাকে শুভেচ্ছা জানাই"। একবার নাইট হলে, তিনি চিরকাল নাইট পরিবারের সদস্য থেকে যান। এবং কলকাতা সব সময় আপনার ঘর রয়ে যাবে, এমন কথাও কোচ চন্দ্রকান্ত পন্ডিতকে এক্স প্ল্যাটফর্মে লেখে শাহরুখ খানের দল। শোনা যাচ্ছে চন্দ্রকান্ত পন্ডিত এবার আইপিএলের অন্য এক ফ্র্য়াঞ্চাইজিতে কোচ হিসাবে যোগ দেবেন।
ঘরোয়া ক্রিকেটে সাফ্যলের শীর্ষে চন্দ্রকান্ত
প্রসঙ্গত, তিনটি আলাদা রাজ্যের হয়ে কোচ হিসাবে ৬ বার রঞ্জি ট্রফি জেতার নজির আছে চন্দ্রকান্ত পন্ডিতের। মুম্বইকে তিনবার, বিদর্ভ ও মধ্যপ্রদেশকে কোচিং করে রঞ্জি জেতান চন্দ্রকান্ত। এরপর ২০২৪ আইপিএলে কেকেআর-কে চ্যাম্পিয়ন করান।