KKR Captain Rahane Coach Pandit Offer Prayers at Kalighat Temple. (Photo Credits: X)

আজ, শনিবার সন্ধ্যায় ইডেন গার্ডেন্সে এবারের আইপিএলে (IPL 2025) অভিযান শুরু করছে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। বৃষ্টিভেজা কলকাতায় কেকেআর (KKR)-এর প্রথম ম্যাচে প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আরসিবি-র বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল খেতাব ধরে লড়াইয়ে নামার আগে কেকেআর অধিনায়ক আজিঙ্কা রাহানে, কোচ চন্দ্রকান্ত পণ্ডিত সহ দলের কয়েকজন সদস্য কালীঘাট মন্দিরে গিয়ে পুজো দিলেন। প্রসঙ্গত, এবারের আইপিএলে চতুর্থবার চ্যাম্পিয়ন হওযার লক্ষ্যে মাঠে নামবে শাহরুখ খানের দল।

কালীঘাট মন্দিরে মূর্তির সামনে দাঁড়িয়ে পুজো দিলেন রাহানে, পন্ডিত

কালীমূর্তির সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করে প্রার্থনা করে দেখা গেল মারাঠি অধিনায়ক রাহানে-কে। একেবারে রীতিমেনে পুজো দেখা গেলে কেকেআর-এর দলের অধিনায়ক, কোচকে। কেকেআর-এর রীতিই হল কালীঘাটে মায়ের আশীর্বাদ নিয়ে মাঠে নাাম। সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে গৌতম গম্ভীর, দীনেশ কার্তিক, নীতীশ রানা, শ্রেয়স আইয়ার-দের অধিনায়ক থাকার সময়েও এমনটা দেখা গিয়েছে।

গম্ভীরকে ছা়ড়া প্রথম ট্রফির খোঁজে কেকেআর

গতবার মেন্টর গৌতম গম্ভীর, অধিনায়ক শ্রেয়স আইয়ারের নেতৃত্বে তাদের তৃতীয় আইপিএল ট্রফি জিতেছিল কেকেআর। এবার শ্রেয়স আইয়ার কলকাতা ছেড়ে পঞ্জাব কিংসের অধিনায়ক হয়েছেন। আর জাতীয় দলের কোচ হওয়ায় গম্ভীর এবার কেকেআর-এর ডাগ আউটে থাকতে পারছেন না।

দেখুন কালীঘাট মন্দিরে পুজো দিলেন অধিনায়ক রাহানে, কোচ পন্ডিত

তৃতীয় দল হিসেবে টানা দুবার কাপ জেতার হাতছানি

কখনও অধিনায়ক, তো কখনও মেন্টর থাকা গম্ভীরকে ছাড়া কখনও আইপিএল জেতেনি কলকাতা। আইপিএলে টানা দুটো বার চ্যাম্পিয়ন হওয়ার নজির আছে শুধু চেন্নাই সুপার কিংস (২০১০, ২০১১) ও মুম্বই ইন্ডিয়ন্স (২০১৯,২০২০)-এর। রাহানে-পন্ডিতদের সামনে তাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ মূলত তিনটি-১) ডাগ আউটে গম্ভীরকে ছাড়া কাপ জেতা, ২) শ্রেয়সকে না পেয়ে ট্রফি ধরে রাখা, আর তৃতীয় দল হিসেবে পরপর দুবার চ্যাম্পিয়ন হওয়া।