Andre Russell। (Photo Credits: IANS)

পুণে, ১৪ মে: চ্যাম্পিয়নরা একেবারে সঠিক সময়ে জ্বলে উঠলেন। কথাটা আরও একবার সত্যি করলেন কেকেআর (KKR)-এর ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল (Andre Russell)। শনিবার পুণেতে সানরাইজার্স হায়দরাবাদের (SRH) বিরুদ্ধে ৫৪ রানের জয়ে কলকাতার মূল নায়ক আন্দ্রে রাসেল। প্রথমে ব্যাট হাতে ২৮ বলে ৪৯ রানের ক্যামিও, তারপর বল হাতে ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়ে মোক্ষম সময়ে জ্বলে উঠলেন রাসেল।

রাসেলের দুরন্ত অলরাউন্ডার পারফরম্যান্সে দুরন্ত জয় ছিনিয়ে নিয়ে শাহরুখ খানের দলের প্লে অফে ওঠার আশা লিগের শেষ ম্যাচ পর্যন্ত টিকে থাকল।

দেখুন টুইট

১৩ ম্যাচে ১২ পয়েন্ট পেয়ে লিগ তালিকায় ৬ নম্বরে উঠে আসা কলকাতাকে প্লে অফে উঠতে হলে এবার মঙ্গলবার লখনৌ সুপার জায়েন্টসকে হারাতেই হবে। সেটাই কলকাতার চলতি আইপিএলে রাউন্ড রবীন লিগে শেষ খেলা। অন্যদিকে, টানা পাঁচটা ম্যাচ হেরে চলতি আইপিএল থেকে বিদায়ের পথে সানরাইজার্স হায়দ্রাবাদ (১২ ম্যাচে ১০ পয়েন্ট)।

প্রথমে ব্যাট করে কলকাতা নির্ধারিত ২০ ওভারে করে ৬ উইকেটে ১৭৭ রান।  আজিঙ্কা রাহানে(২৮), নীতীশ রানা (২৬)-রা সেট হয়ে আউট হয়ে যান। এদিনও ব্যর্থ অধিনায়ক শ্রেয়স আইয়ার (১৫)। রান পেলেন না রিঙ্কু সিং (৫)ও। কিন্তু স্যাম বিলিংস (২৯ বলে ৩৪) ও আন্দ্রে রাসেল (২৮বলে ৪৯ অপরাজিত) দারুণ ইনিংস কেকেআর-কে ভাল জায়গায় নিয়ে যায়। সানরাইজার্স পেসার উমরন মালিক ৩৩ রানে তিন উইকেট নেন। আরও পড়ুন: রায়াড়ুর অবসর নিয়ে ব্রেকিং নিউজ

১৭৮ রান করলেই কেকেআর-কে বিদায় দিয়ে প্লে অফের পথে একধাপ বাড়ানো যাবে। এমন শর্তে ব্যাট করতে নেমে কলকাতার বোলারদের দারুণই বোলিংয়ের সামনে মুখ থুবড়ে পড়ে হায়দরাবাদের ব্যাটিং। অধিনায়ক কেন উইলিয়ামসনকে (৯) শুরুতেই বোল্ড আউট করে দলের মনোবল অনেকটা বাড়িয়ে দেন রাসেল। এরপর ওপেনার অভিষেক শর্মা (২৪ বলে ৪৩) ও চারে নেমে আইডেন মার্করাম (৩২) চেষ্টা করলেও কলকাতাকে হারানোর তেমন কোনও সুযোগই তৈরি করতে পারেনি হায়দরাবাদ। রাহুল ত্রিপাঠি (৯), নিকোলাস পুরান (২)-দের ব্যর্থতায় বড় হার নিশ্চিত হয় চারমিনারের শহর। রাসেলের ২৪ রানে ৩ উইকটের পাশাপাশি দারুণ বোলিং করেন কেকেআর-এর দুই পেসার উমেশ যাদব (১/১৯), টিম সাউদি (২/২৩)। নারিন ও বরুণ একটি করে উইকেট নেন। কলকাতার সুবিধা হল ৫৪ রানের বড় ব্যবধানে জেতায় নেটরান রেটটা ভাল হল। নেট রানরেট ফ্যাক্টরটা প্লে অফে ওঠার ক্ষেত্রে বড় ভূমিকা নিতে পারে।

গুজরাট (১৮ পয়েন্ট) আর লখনৌ (১৬ পয়েন্ট) ছাড়া এখনও কোনও দল ১৪ পয়েন্টের গণ্ডি টপকাতে পারেনি। যদিও কলকাতার ধরাছোঁয়ার বাইরে মানে ১৪ পয়েন্ট ছাড়িয়ে যেতে বিরাটদের (১৩ ম্যাচে  ১৪) শেষ ম্যাচে জয় চাই, আর রাজস্থানকে দুটো ম্যাচের একটাতে জিতলেই হবে।  এমনকী দিল্লি (১২ ম্যাচে ১২) ও পঞ্জাব (১২ ম্যাচে ১২) তাদের শেষ দুটো ম্যাচে জিতলেও ১৪ পয়েন্ট ছাপিয়ে যাবে।