ভোপাল: মধ্যপ্রদেশে (Madhya Pradesh) চলছে খেলো ইন্ডিয়া ইউথ গেমস ২০২২ (Khelo India Youth Games 2022)। প্রতিযোগিতার ষষ্ঠ দিনের শেষে সব থেকে বেশি পদক পেয়ে সবার উপরে রয়েছে হরিয়ানা (Haryana)। এখনও পর্যন্ত ২১টি সোনা, ১২টি রুপো ও ১১টি ব্রোঞ্জ জিতে মোট ৪৪টি পদক জিতেছে হরিয়ানা।
২০টি সোনা, ২৫টি রুপো ও ১৯টি ব্রোঞ্জ জিতে ৬৪টি পদক নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র (Maharastra)। আয়োজক রাজ্য মধ্যপ্রদেশ (Madya Pradesh) তৃতীয় স্থানে রয়েছে ১৮টি সোনা, ১২টি রুপো ও ১৪টি ব্রোঞ্জ জিতে মোট ৪৪টি পদক নিয়ে। এরপরে রাজস্থান (Rajastahan) ৯টি সোনা, ৪টি রুপো ও ৮টি ব্রোঞ্জ নিয়ে মোট ২১টি পদক জিতে চতুর্থ স্থানে রয়েছে।
ওড়িশা (Odisha) পঞ্চম স্থান পেয়েছে ৯টি সোনা, ৪টি রুপো ও ৭টি ব্রোঞ্জ নিয়ে। আর পশ্চিমবঙ্গ (West Bengal) ষষ্ঠ স্থান পেয়েছে ৫টি সোনা, ৫টি রুপো ও ৫টি ব্রোঞ্জ জিতে ১৫টি নিয়ে। এরপরে রয়েছে পাঞ্জাব (Panjab) ১৫টি পদক, উত্তরপ্রদেশ ১৮টি, দিল্লি ১৯টি ও তামিলনাড়ু ১৬টি।
Medal Tally of Day 6️⃣ | #KheloIndia Youth Games 2022 👍#KIYG2022 #KheloIndiaInMP@yashodhararaje pic.twitter.com/wWforp0fwm
— Khelo India (@kheloindia) February 4, 2023