Super Cup 2025-26 (Photo Credit: Indian Football/ X)

Kerala Blasters vs Sporting Club Delhi LIVE Streaming Super Cup 2025-26: কেরালা ব্লাস্টার্স বনাম স্পোর্টিং দিল্লি: সুপার কাপে আজ, সোমবার মুখোমুখি কেরালা ব্লাস্টার্স ও স্পোর্টিং ক্লাব দিল্লি। হায়দাবারাদ এফসি থেকে নাম বদল করে স্পোর্টিং ক্লাব হওয়ার পর এই প্রথম দুই দল। আইএসএল-এ শীর্ষে থাকা কেরালা ব্লাস্টার্সের সামনে সুযোগ নিজেদের ঘরের মাঠে জয় তুলে নকআউটের পথ আরও সহজ করে নেওয়ার। অন্যদিকে, আই-লিগ থেকে উঠে আসা এসসি দিল্লি চমক দিতে মরিয়া। ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে থেকে কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে শুরু হববে ম্যাচটি। কেরালা ব্লাস্টার্স সুপার কাপের প্রথম ম্যাচেই জয় তুলে নিয়েছে।

ঘরের মাঠে এগিয়ে কেরালা, লড়াই করবে দিল্লি

ডিমিট্রিওস ডায়মান্তাকোসের গোল আর আদ্রিয়ান লুনার মিডফিল্ড ম্যাজিক। এই দুইয়ে ভর করে 'ইয়েলো আর্মি' এই ম্যাচে ফেভারিট। ঘরের মাঠে ৪০ হাজার দর্শকের গর্জন তাদের বাড়তি অক্সিজেন দেবে। তবে কেরালাকে নবাগত হলেও ভয় পাচ্ছে না এসসি। আই-লিগ চ্যাম্পিয়ন হিসেবে উঠে এসে প্রথম ম্যাচে ড্র করেছে। আক্রমণাত্মক ফুটবল আর তরুণ পায়ের জোরে চমক দেওয়ার স্বপ্ন দেখছে দিল্লির ছেলেরা। এই ম্যাচে জিতলে কেরালা নকআউট নিশ্চিত করবে। ড্র হলে দিল্লির সুযোগ থাকবে শেষ ম্যাচে।

এক নজরে দেখে নেওয়া যাক ম্যাচটি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য--

কবে কোথায় আয়োজিত হবে কেরালা ব্লাস্টার্স বনাম স্পোর্টিং ক্লাব দিল্লির মধ্যে ম্যাচটি

আজ, সোমবার ৩ নভেম্বর কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে আয়োজিত হবে খেলাটি।

কখন থেকে শুরু হবে খেলাটি

ভারতীয় সময় সন্ধ্য়া সাড়ে ৭টা থেকে শুরু হবে খেলা

কোন টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে খেলাটি

স্টার স্পোর্টস ২ এসডি/এইচডি (ইংরেজি) , স্টার স্পোর্টস ৩ (হিন্দি), এশিয়ানেট প্লাস (মালয়ালম কমেন্ট্রি)-এর মাধ্যমে সরাসরি দেখা যাবে খেলাটি।

অনলাইন বিনামূল্যে কীভাবে দেখবেন খেলাটি?

ডিজনি+হটস্টার অ্যাপ ও ওয়েবসাইট এবং শুধুমাত্র জিও সিম ব্যবহারকারীদের জন্য জিওটিভির মাধ্যমে দেখা যাবে খেলা।

JioTV (Jio সিম ব্যবহারকারীদের জন্য ফ্রি)

সম্ভাব্য একাদশ

কেরালা ব্লাস্টার্স:

কারানজিত সিং; প্রবীর দাস, হরমনজ্যোত খাবরা, মিলোস ড্রিনচিচ, সন্দেশ ঝিঙ্গান; জেজু, ভাইবাভ; সাহাল আব্দুল সামাদ, আদ্রিয়ান লুনা, কেপি রাহুল; ডিমিট্রিওস ডায়মান্তাকোস

এসসি দিল্লি (৪-৩-৩):

লভপ্রীত সিং, মোহাম্মদ সালাহ, গুরমুখ সিং, বালকিস ওয়ারিচ, আমেয় রানাওয়াড়ে, শ্যাম সরাফ, ভানসাজ থাপা, জেরেমি মেনজেস, গিরিক খোসলা, সার্থক গোলুই, ডেভিড লালহলানসাঙ্গা।

গ্রুপ ডি-তে কে কোথায়-

কেরালা ব্লাস্টার্স: ১ ম্যাচ, ৩ পয়েন্ট

এসসি দিল্লি: ১ ম্যাচ, ১ পয়েন্ট