বেঙ্গালুরু, ১ মে: একেবারে সোজা কমেন্ট্রি বক্স থেকে আইপিএল খেলতে নেমে পড়তে হবে তারকা ব্য়াটার কেদার যাদব ( Kedhar Jadhav)-কে। ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার ডেভিড উইলি (David Willey) চোট পেয়ে ছিটকে যাওয়ায়, তাঁর পরিবর্তে ৩৮ বছরের কেদার যাদবকে এক কোটি টাকা খরচ করে দলে নিল আরসিবি। চলতি মরসুমে আরসিবি-র হয়ে চারটে ম্যাচ খেলেন উইলি। কিন্তু পিঠের চোটের কারণে তার পক্ষে আর চলতি আইপিএলে কোনও ম্যাচ খেলা সম্ভব হবে না।
কেদার যাদব এবার আইপিএলে মারাঠি ভাষায় কমেন্ট্রি করছেন। ক বছর আগেও আইপিএলে সিএসকে-কে একা হাতে অনেক ম্যাচে জিতিয়েছিলেন কেদার। কিন্তু চোটের কারণে ছিটকে যাওয়ার পর আর ফিরতে আসতে পারেননি তিনি। ২০১০ আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলসের জার্সিতে অভিষেক হয়েছিল তাঁর। ২০১৬ ও ২০১৭ আইপিএলে আরসিবি-র হয়ে ১৭টি ম্যাচ খেলেছিলেন তিনি। ২০২১ আইপিএলে শেষবার তিনি খেলেন। মজার কথা, ২০১৮ আইপিএলে কেদার যাদবের পরিবর্তে ডেভিড উইলিকে দলে নিয়েছিল আরসিবি। আর এবার হল ঠিক উল্টো। আরও পড়ুন-এশিয়া কাপ বাতিল করতে পারে পাকিস্তান, বদলে পাঁচ দেশীয় টুর্নামেন্ট খেলবে টিম ইন্ডিয়া
দেখুন টুইট
Kedar Jadhav was doing Marathi commentary for JioCinema.
Now he'll be part of RCB in IPL 2023. pic.twitter.com/wVCAlDGVMR
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 1, 2023
আইপিএলের নিলামে তাঁকে কেউ কিনতে আগ্রহ দেখায়নি। দেশের হয়ে ৮১টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ৩৮ বছরের কেদারকে নিয়ে বাজিমাত করতে চাইছে বেঙ্গালুরু। বিরাট, দু প্লেসি, ম্য়াক্সওয়েল-এই ত্রয়ীর ওপরেই পুরোপুরি ভরসা করে থাকে আরসিবি-র ব্যাটিং। এবার সেখানে কেদার যাদবের অভিজ্ঞতা।