
India A vs England Lions Unofficial Test Day 2: ফিরে আসার লড়াইয়ে নিজের নামটা একেবারে খোদাই করে রাখছেন করুণ নায়ার (Karun nair)। ইংল্য়ান্ড লায়ন্সের বিরুদ্ধে বেসরকারী টেস্টের প্রথম দিনে তিন নম্বরে ব্যাট করতে নেমে ১৮৬ রানে অপরাজিত থাকার পর, শনিবার ডবল সেঞ্চুরি পূর্ণ করলেন করুণ। ক্যান্টারবুরির মাঠে ২৭২ বলে ২৬টি বাউন্ডারি, ১টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে এদিন ডবল সেঞ্চুরি পূর্ণ করেন ৩৩ বছরের কর্ণাটকের তারকা ব্যাটার। টেস্ট ক্রিকেটে ত্রিশতরানের মালিক করুণ নায়ার আজকের ডবল সেঞ্চুরির সুবাদে বেশ কয়েকটি বড় রেকর্ড গড়লেন। ইংল্যান্ডের পাশাপাশি রঞ্জি ট্রফির ফাইনালে একটি নজির গড়া ট্রিপল সেঞ্চুরি আছে করুণ নায়ারের (তামিলনাডু়র বিরুদ্ধে, ৩২৮ রান, ২০১৪ সালে)। শেষ খবর পাওয়া পর্যন্ত করুণ অপরাজিত ২০৪ রানে, ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ভারতীয় এ দলের স্কোর ৫ উইকেটে ৪৭৭ রান।
আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট ও রঞ্জি ট্রফির ফাইনালে ট্রিপল সেঞ্চুরি করার নজির আছে করুণ নায়ারের
ইংল্যান্ডে নেমেই ভারতীয় এ দলের হয়ে ডবল সেঞ্চুরি করার সুবাদে আগামী ২০ জুন থেকে শুরু হতে চলা ইংল্য়ান্ডের বিরুদ্ধে টেস্টে প্রথম একাদশে থাকা প্রায় নিশ্চিত হয়ে গেল করুণের। সেক্ষেত্রে প্রায় ৯৯ মাস (৮ বছর ৩ মাস) পর দেশের জার্সিতে খেলতে পারেন তিনি। শেষবার করুণ দেশের হয়ে খেলছিলেন ২০১৭ সালের মার্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ধরমশালায়। একটা ট্রিপল সেঞ্চুরি থাকা সত্ত্বেও ৬টি টেস্ট খেলেই থমকে গিয়েছিল তাঁর কেরিয়ার।
দুরন্ত ডবল সেঞ্চুরি করুণ নায়ারের
DOUBLE CENTURY for India A 🙌
A statement from Karun Nair. pic.twitter.com/ctCWpBPzng
— ESPNcricinfo (@ESPNcricinfo) May 31, 2025
লিডসে প্রথম টেস্টে ভারতের প্রথম একাদশ হতে পারে এমন--
যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, করুণ নায়ার, শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটকিপার), নীতীশ রেড্ডি, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ, জশপ্রীত বুমরা, প্রসিধ কৃষ্ণা, কুলদীপ যাদব/আর্শদীপ সিং।