Karun Nair Joins Vidarbha (Photo Credit: @MDExch247/ X)

রঞ্জি ট্রফি, বিজয় হাজারে, আইপিএলে অবিশ্বাস্য পারফরম্যান্সের পর এবার ভারতীয় এ দলের হয়ে ইংল্যান্ডে সেঞ্চুরি করলেন করুণ নায়ার (Karun Nair)। শুক্রবার ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে চারদিনের বেসরকারী টেস্টের প্রথম দিনে দুরন্ত সেঞ্চুরি করলেন করুণ। ভারতীয় এ দলের জার্সিতে আট বছর পর খেলতে নেমে অবিশ্বাস্য ব্যাটিং করলেন টেস্টের ইতিহাসে ভারতের দ্বিতীয় ট্রিপল সেঞ্চুরিয়ান। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ (৮) দ্রুত ফিরে যাওয়ার পর তিন নম্বরে নেমে ইংল্যান্ডের দ্বিতীয় সারির দলের ভাল মানের পেস বোলিং, সবুজ পিচে দারুণ খেলে সেঞ্চুরি করলেন করুণ। এই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে দেশের মাটিতে ৩০৩ রান করার নজির আছে কর্ণাটকের ৩৩ বছরের তারকা ব্যাটারের। বড় কোনও অঘটন না ঘটলে, আগামী ২০ জুন ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে করুণ নায়ারকে প্রথম একাদশে দেখা যাবে।

৯৯ মাস পর দেশের জার্সিতে টেস্ট খেলতে পারেন করুণ নায়ার

সেক্ষেত্রে আট বছর ৩ মাস বা প্রায় ৯৯ মাস পর জাতীয় দলের হয়ে খেলবেন করুণ। করুণের সঙ্গে এদিন দারুণ খেলেন জাতীয় দল থেকে বাদ পড়া সরফরাজ খান। চার নম্বরে নেমে সরফরাজ ৯২ রানে আউট হন। তৃতীয় উইকেটে করুণ-সরফরাজ ১৮১ রান যোগ করেন। ওপেন করতে নেমে যশস্বী জয়সওয়াল আউট হন ২৪ রানে।

করুণের কীর্তি

ঘরোয়া ক্রিকেটে অবিশ্বাস্য ব্যাটিং

প্রসঙ্গত, দীর্ঘদিন পর আইপিএলে নেমেই দিল্লি ক্য়াপিটালসের হয়ে ৪০ বলে ৮৯ রানের ইনিংস খেলেছিলেন। তার আগে রঞ্জি ট্রফিতে বিদর্ভের হয়ে ৪টি সেঞ্চুরি সহ ৬৬৩ রান (ব্যাটিং গড় ৫৪)। এবং বিজয় হাজারে ট্রফিতে পাঁচটি ম্যাচে অপরাজিত সেঞ্চুরি, টানা তিনটি ম্যাচে সেঞ্চুরি সহ ৭৭৯ রান করে ঘরোয়া ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়েছেন করুণ।